ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আইনী জটিলতায় কুড়িগ্রামে কাউন্সিলর প্রার্থীর বিড়ম্বনা

প্রকাশিত: ০৩:৫৭, ২১ ডিসেম্বর ২০১৫

আইনী জটিলতায় কুড়িগ্রামে কাউন্সিলর  প্রার্থীর বিড়ম্বনা

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম থেকে ॥ কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল মোত্তালেব লিজার পড়েছে চরম বিড়ম্বনায়। তথ্য গোপনের অভিযোগে রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বাতিল করলে তিনি আপীল করেন জেলা প্রশাসকের নিকট। আপীল কর্তৃপক্ষ আগের আদেশ বহাল রাখে। পরে হাইকোর্টে রিট দায়ের করলে বিচারক ১৫ ডিসেম্বর লিজারের মনোনয়ন বৈধ ঘোষণা করে রায় দেন। এ বিষয়ক কাগজ আইনজীবী কর্তৃক সত্যায়িত কপি রিটার্নিং অফিসারের ফ্যাক্সে পাঠানো হয়। সর্বশেষ শনিবার জাবেদা কপি হাতে হাতে জমা করা হলেও রবিবার পর্যন্ত রিটার্র্নিং অফিসার লিজারের মনোনয়নের বৈধতা ঘোষণা করেননি। এ অবস্থায় চরম বিড়ম্বনায় পড়েছেন কাউন্সিলর প্রার্থী আব্দুল মোত্তালেব লিজার। কারণ ৩০ ডিসেম্বর নির্বাচন। অথচ এখন পর্যন্ত বরাদ্দ মেলেনি মার্কা। শুরু করতে পারেননি নির্বাচনী প্রচার। এ আমলাতান্ত্রিক জটিলতার সমাধান দিতে পারছে না স্থানীয় নির্বাচন অফিস। রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক আক্তার হোসেন আজাদ এ বিষয়ে জানান, অনেকেই আদালতের বিভিন্ন ধরনের কাগজ দাখিল করেন।
×