ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চাঁদাবাজির প্রতিবাদে কিশোরগঞ্জে পরিবহন ধর্মঘট

প্রকাশিত: ০৩:৫৭, ২১ ডিসেম্বর ২০১৫

চাঁদাবাজির প্রতিবাদে কিশোরগঞ্জে পরিবহন ধর্মঘট

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২০ ডিসেম্বর ॥ কিশোরগঞ্জ শহরের গাইটালস্থ আন্তঃজেলা বাস টার্মিনালে বহিরাগত সন্ত্রাসীদের অব্যাহত চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছে জেলা পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। রবিবার সকাল থেকে দুই সংগঠনের নেতৃবৃন্দের এক জরুরী বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক এ ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘটের ফলে কিশোরগঞ্জ থেকে দেশের বিভিন্ন স্থানে চলাচলকারী কোন যাত্রীবাহী যান চলাচল করেনি। আকস্মিক ধর্মঘটের ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। জানা গেছে, শহরের গাইটাল আন্তঃজেলা বাস টার্মিটালে স্থানীয় শফিকুল ইসলাম মানিকের নেতৃত্বে একটি সন্ত্রাসী গ্রুপ দীর্ঘদিন ধরে বিভিন্ন কাউন্টার থেকে চাঁদাবাজি করে আসছিল। শনিবার বিকেলে ওই গ্রুপটি বাসস্ট্যান্ডের ‘অন্যান্য’ কাউন্টারে চাঁদা দাবি করলে তা দিতে অস্বীকার করায় টার্মিনাল শ্রমিক ইউনিয়নের অফিসে তালা ঝুলিয়ে দেয়। পরে ওইদিন রাতেই জেলা মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ জরুরী বৈঠকে বসে রবিবার থেকে ধর্মঘটের ডাক দেয়।
×