ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্মার্ট ‘মোজা’

প্রকাশিত: ০৩:৫৫, ২১ ডিসেম্বর ২০১৫

স্মার্ট ‘মোজা’

স্মার্ট পণ্য তালিকায় এবার যোগ হলো মোজা। এই স্মার্ট মোজা তৈরির উপায় বলে দিয়েছে মুভি স্ট্রিমিং ও বিপণন সাইট নেটফ্লিক্স। এর নাম দেয়া হয়েছে ‘নেটফ্লিক্স সকস’। নেটফ্লিক্সে কিছু দেখার সময় ঘুমিয়ে পড়লে এটি অনুষ্ঠান স্বয়ংক্রিয়ভাবে ‘পজ’ করে রাখবে। এটি তৈরিতে দুটি ধাপ সম্পন্ন করতে হবে। প্রথম ধাপে এটিতে এ্যাক্সিলোমিটার এবং দ্বিতীয় ধাপে ব্যাটারিচালিত আইআর এলইডি স্থাপন করতে হবে। মোজাটি সম্পূর্ণ প্রস্তুত করতে কিছুটা ‘সোল্ডারিং’ ও কম্পিউটার প্রোগ্রামিং করতে হবে। Ñহাফিংটন পোস্ট
×