ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

একাদশ শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৩:৩৯, ২১ ডিসেম্বর ২০১৫

একাদশ শ্রেণির পড়াশোনা

বাংলা ভাষা ও সাহিত্য ১। নিচের কোনটি সহোদর ভাষাগোষ্ঠী? ক) বাংলা ও উর্দু খ) বাংলা ও হিন্দি গ) বাংলা ও অসমিয়া ঘ) বাংলা ও সংস্কৃত ২। বাংলালিপির স্থায়ী গঠনরূপ কোন আমলে শুরু হয়? ক) গুপ্ত আমলে খ) পাল আমলে গ) সেন আমলে ঘ) পাঠান আমলে ৩। ‘চর্যাপদ’ কোন ধর্মালম্বীদের সাহিত্য? ক) সনাতন হিন্দু খ) সহজিয়া বৌদ্ধ গ) জৈন ঘ) হরিজন ৪। কাহৃপা বিরচিত পদের সংখ্যা? ক) ২ টি খ) ৫ টি গ) ৭ টি ঘ) ১৩ টি ৫। চর্যাপদে কতটি প্রবাদ বাক্য পাওয়া যায়? ক) ৪ টি খ) ৫ টি গ) ৬ টি ঘ) ৭ টি ৬। ‘হাকন্দ পুরান’ গ্রন্থটি কার রচিত? ক) চ-ীদাস খ) মানিক দত্ত গ) ময়ূর ভট্ট ঘ) হরিদত্ত ৭। সাবিরিদ খান কোন জেলার অধিবাসী ছিলেন? ক) ঢাকা খ) রাজশাহী গ) সিলেট ঘ) চট্টগ্রাম ৮। রোসাঙ্গ রাজসভায় বাংলা সাহিত্য চর্চার মূল পৃষ্ঠপোষক কে ছিলেন? ক) আলাওল খ) সৈয়দ সুলতান গ) কাজী দৌলত ঘ) মাগন ঠাকুর ৯। প্রতিকার করিবার ইচ্ছাÑ ক) ঈপ্সা খ) প্রতিচিকীর্ষা গ) প্রতিকার ঘ) কোনটিই নয় ১০। ধুলার মত যার রংÑ ক) ধুলা খ) ধুলিধু গ) পাংশুল ঘ) প্রাংশু ১১। ‘পায়াভারী’ কথাটির অর্থ কি? ক. অহংকার খ) বেকায়দা গ) বেহায়া ঘ) নির্দয় ১২। প্রিয়Ñ খেলবার দিন নয় আজ। শূন্যস্থানে কী বসবে? ক) বল খ) ফুল গ) ক্রিকেট ঘ) কোনটিই নয় ১৩। মেঘ শব্দের প্রতিশব্দ কোনটি? ক) বর্হী খ) অহি গ) তোয়াদ ঘ) শম্পা ১৪। বৃক্ষ শব্দের প্রতিশব্দ কোনটি? ক) পণী খ) অচির গ) প্রসূন ঘ) রঙ্গন ১৫। ‘যমালয়’ শব্দটির কোন সমাসের উদাহরণ? ক) কর্মধারয় খ) ষষ্ঠী তৎপুরুষ গ) অব্যয়ীভাব ঘ) বহুব্রীহি ১৬। কোনটির দুটি পুরুষবাচক শব্দ আছে? ক) ননদ খ) আয়া গ) প্রিয়া ঘ) শিক্ষা ১৭। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাসে কোন ভাষাবিদের নাম রয়েছে? ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ খ) ড. সুকুমার সেন খ) ড.সুনীতিকুমার চট্টোপাধ্যায় ঘ) আলী আহসান ১৮। শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয়Ñ ক) ১৮০০ সালে খ) ১৮০১ সালে গ) ১৮০২ সালে ঘ) ১৯০০ সালে ১৯। ‘রাধানগর’ নামক স্থানে জন্মগ্রহণ করেনÑ ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খ) রামমোহন রায় গ) মধুসূদন দত্ত ঘ) ঈশ্বর গুপ্ত ২০। ‘শিয়ালডাঙ্গা’ নামক স্থানে জন্মগ্রহণ করেনÑ ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খ) রামমোহন রায় গ) অক্ষয়কুমার দত্ত ঘ) ঈশ্বরচন্দ্র গুপ্ত ২১। বাংলা ভাষার প্রথম দৈনিক প্রত্রিকাÑ ক) সংবাদ প্রভাকর খ) গৌড়ীয় সংবাদ গ) সংবাদ কৌমুদী গ) সর্বশুভকরী ২২। ‘পেশোয়ার থেকে তাসখন্দ’ ভ্রমণবৃত্তান্তটির রচয়িতা কে? ক) জহির রায়হান খ) শহীদুল্লাহ কায়সার গ) মুনীর চৌধুরী ঘ) মুহাম্মদ আবদুল হাই ২৩। ‘আরগ্য নিকেতন’ উপন্যাসের রচয়িতাÑ ক) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় খ) মানিক বন্দ্যোপাধ্যায় গ) নারায়ণ গঙ্গোপাধ্যায় ঘ) সঞ্জিবচন্দ্র চট্টোপাধ্যায় ২৪। ‘ফেরারী সূর্য’ উপন্যাসটির রচয়িতাÑ ক) রাজিয়া খাতুন খ) রাজিয়া রহমান গ) সেলিনা রহমান ঘ) রাবেয়া খাতুন ২৫। ‘ইছামতি’ উপন্যাসটির রচয়িতাÑ ক) বিভুতিভূষণ বন্দ্যোপাধ্যায় খ) মানিক বন্দ্যোপাধ্যায় গ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ঘ) আবু ইসহাক উত্তর : ১.গ ২.গ ৩.খ ৪.ঘ ৫.গ ৬.গ ৭.ঘ ৮.ঘ ৯.খ ১০.গ ১১.ক ১২.খ ১৩.গ ১৪.ক ১৫.খ ১৬.ক ১৭.খ ১৮.ক ১৯.খ ২০.ঘ ২১.ক ২২.খ ২৩.ক ২৪.ঘ ২৫.ক
×