ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফিন্যান্স ও ব্যাংকিং

প্রকাশিত: ০৩:৩৯, ২১ ডিসেম্বর ২০১৫

ফিন্যান্স ও ব্যাংকিং

(পূর্ব প্রকাশের পর) ৪২. সাধারণ জনগণ থেকে ঋণের মাধ্যমে তহবিল সংগ্রহ করতে পারে কে? ক) একমালিকানা কারবার খ) অংশীদারি কারবার গ) যৌথ মূলধনী কারবার ঘ) শেয়ারহোল্ডারদের ৪৩. কীসের জন্যে শেয়ার বিক্রয় করে তহবিল সংগ্রহ করা উচিত? ক) স্থায়ী মূলধনের জন্যে খ) চলতি মূলধনের জন্যে গ) স্থায়ী আয়ের জন্যে ঘ) চলতি আয়ের জন্যে ৪৪. “ ঞযব ইধহশবৎ'ং ঈষবধৎরহম ঐড়ঁংব" কত সালে প্রতিষ্ঠিত হয়? ক) ১৮৭৫ সালে খ) ১৬৭৫ সালে গ) ১৭৭৫ সালে ঘ) ১৭৬৫ সালে ৪৫. প্রাইভেট ব্যাংকে পরিচালকের সংখ্যা হলো- র. শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ রর. সর্বনিম্ন ২ জন ররর. সর্বোচ্চ ১২ জন নিচের কোনটি সঠিক? ক) র খ) রর ও ররর গ) রর ঘ) ররর ৪৬. সায়মন সাহেব একটি ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করতে চান। উক্ত ব্যবসায় সুষ্ঠভাবে পরিচালনার জন্য তাকে অর্থায়ন ব্যবস্থাপনায় কীরূপ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে? ক) স্বল্পমেয়াদি তহবিল গঠন খ) দীর্ঘমেয়াদি তহবিল গঠন গ) মধ্যমেয়াদি তহবিল গঠন ঘ) তহবিলের উৎস নির্বাচন ৪৭. ‘ভাইস প্রেসিডেন্ট’ কোন ব্যাংকের একটি পদের নাম? ক) সরকারি খ) বেসরকারি গ) স্বায়ত্তশাসিত ঘ) বিশেষায়িত ৪৮. বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস কোনটি? ক) লকার ভাড়া খ) বিমা প্রিমিয়াম গ) শুল্ক ও কর ঘ) নিরীক্ষকের বিল উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: * ইমরান সাহেব রূপা ব্যাংক থেকে ১৬% সুদের হারে ১ কোটি টাকা ঋণ নিয়ে একটি ফ্যাক্টরি স্থাপন করেন। বছর শেষে প্রতিষ্ঠানের আয় হলো ১২% । এমতাবস্থায় ব্যাংকের টাকা পরিশোধ করতে না পারায় ব্যবসায়টি ব্যর্থ হয়। ৪৯. ব্যাংক মক্কেলের আস্থা অর্জনের জন্য কোন নীতি অবলম্বন করে? ক) সুদের হার বেশি হওয়ায় খ) পরিকল্পনায় ঘাটতি থাকায় গ) সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত না নেয়ায় ঘ) পর্যাপ্ত মূলধনের অভাব হওয়ায় ৫০. সালমা ফ্রিজ কেনার জন্য ব্যাংক থেকে ১৫% সুদে ঋণ নেয় সালমার মূলধন খরচ কত? ক) সুযোগ ব্যয় খ) মূলধনি খরচ গ) উপরি ব্যয় ঘ) প্রতিস্থাপন খরচ সঠিক উত্তর: ৪২. (গ) ৪৩. (ক) ৪৪. (গ) ৪৫. (খ) ৪৬. (ঘ) ৪৭. (খ) ৪৮. (ক) ৪৯. (ক) ৫০. (ঘ)
×