ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র

প্রকাশিত: ০৩:৩৮, ২১ ডিসেম্বর ২০১৫

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১মপত্র ১ কোম্পানি নিবন্ধিত হওয়র পর কত দিনের মাঝে ব্যবসায় আরম্ভ করতে ব্যর্থ হলে আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপসাধন ঘটবে? ক) ৭ দিনের মধ্যে খ) ৩০ দিনের মধ্যে গ) ১৮০ দিনের মধ্যে ঘ) ৩৬৫ দিনের মধ্যে ২. জীবন বিমা হলো - র. ঘটনাসাপেক্ষে চুক্তি রর. ক্ষতিপূরণের চুক্তি ররর. আর্থিক নিশ্চয়তা চুক্তি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩. সোহাগ গাছ কেটে আসবাবপত্র তৈরি করে স্থানীয় বাজারে বিক্রি করে। সোহাগের কাজটি কিসের অন্তর্ভুক্ত? ক) নির্মাণ শিল্প খ) নিষ্কাশন শিল্প গ) উৎপাদন শিল্প ঘ) প্রক্রিয়াভিত্তিক শিল্প ৪. সবচেয়ে প্রাচীন ব্যবসায়ের সংগঠন কোনটি? ক) কোম্পানি খ) অংশীদারি গ) ব্যবসায় জোট ঘ) একমালিকানা ৫. ‘বিনিয়োগ সুযোগ-সুবিধা অবহিতকরণ’ কোন ধরনের সহায়তার অর্ন্তভুক্ত? ক) উদ্দীপনামূলক সহায়তা খ) সমর্থনমূলক সহায়তা গ) সংরক্ষণমূলক সহায়তা ঘ) অর্থসংস্থানমূলক সহায়তা ৬. সমবায় সমিতির উদ্দেশ্য- র. মুনাফা অর্জন রর. সদস্যদের পারস্পরিক আর্থসামাজিক কল্যাণ সাধন ররর. সদস্যদের জন্য সেবাদান করা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র ও ররর ৭. বিআরটিসির ড্রাইভারদের কোথায় প্রশিক্ষণ দেয়া হয়? ক) গাজীপুরে খ) মহাখালীতে গ) গাবতলীতে ঘ) নারায়ণগঞ্জে ৮ কোন ধরনের ব্যাংক ইন্টারনেট প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অনলাইন ব্যাংকিং সুবিধা চালু করেছে? ক) কেন্দ্রীয় ব্যাংক খ) বাণিজ্যিক ব্যাংক গ) গ্রামীণ ব্যাংক ঘ) বিদেশি মালিকানাধীন ব্যাংক ৯ পেশাগত সেবাকেন্দ্রিক ব্যবসায় করতে হলে প্রয়োজন - র. সরকারের অনুমতি রর. শিক্ষাগত যোগ্যতা ররর ভোক্তার চাহিদা নিরূপণ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১০. বাংলাদেশে কত সালের ‘পরিবেশ নীতি’ প্রচলিত? ক) ১৯৯৫ খ) ১৯৯৬ গ) ১৯৯৯ ঘ) ২০০০ ১১. সুমি জুয়েলার্স একটি অংশীদারি ফার্ম। ফার্মটি নিবন্ধন করা হয় নি। ফলে অংশীদাররা যেসব সুবিধা হতে বঞ্চিত হবেন - র. পাওনা আদায়ে বাঁধা রর. তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা ররর. অপর অংশীদারদের বিরুদ্ধে মামলা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১২. একমালিকানা ব্যবসায়কে কোথা থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়? ক) ইউনিয়ন পরিষদ খ) থানা/উপজেলা গ) পৌরসভা ঘ) জেলা ১৩. বিশেষ অংশীদারি ব্যবসায় কত প্রকার? ক) ৫ খ) ৪ গ) ৩ ঘ) ২ ১৪. শব্দ দূষণের কারণ নিচের কোনটি? ক) বাজার ও শহর সৃষ্টি খ) শিল্প বর্জ্য গ) ইটের ভাটা ঘ) দাবানল ১৫. মূল্যবোধ কোনটির সাথে সম্পর্কযুক্ত? ক) সততা খ) নিষ্ঠা গ) ন্যায়বোধ ঘ) স্থায়ী বিশ্বাস ১৬. 'বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (ইঊজঈ)' কী ধরনের প্রতিষ্ঠান? ক) সরকারি খ) বেসরকারি গ) ব্যক্তিমালিকানাধীন ঘ) সরকারি ও বেসরকারি যৌথমালিকানা ১৭. ইঝঞও এর উদ্দেশ্য হলো - র. জাতীয় পর্যায়ে পণ্যের মানের ব্যবহার নিশ্চিত করা রর. স্থানীয় পর্যায়ে পণ্যের মানের ব্যবহার নিশ্চিত করা ররর. আন্তর্জাতিক পর্যায়ে পণ্যের মানের ব্যবহার নিশ্চিত করা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১৮. মালিকানা হতে ব্যবস্থাপনা আলাদা কোন সংগঠনের? ক) একমালিকানা খ) অংশীদারি গ) যৌথ মূলধনী ঘ) সমবায় ১৯. বাংলাদেশ কৃষি ব্যাংক প্রদত্ত সহায়তা কত প্রকার? ক) ২ প্রকার খ) ৩ প্রকার গ) ৪ প্রকার ঘ) ৫ প্রকার ২০. বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা কয়টি প্রতিষ্ঠান নিয়ে গঠিত? ক) ৮৬টি খ) ৮৭টি গ) ৮৮টি ঘ) ৮৯টি ২১. নিবন্ধনের প্রমাণস্বরূপ নিবন্ধক কী প্রদান করে? ক) সদস্যপদ খ) চাহিদাপত্র গ) সরবরাহপত্র ঘ) অনুমতিপত্র ২২. খাদ্য উৎপাদন ও সংরক্ষণে রাসায়নিক ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে - র. ভোক্তাদের রর. উৎপাদকদের ররর. গণমাধ্যমের নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৩. পরিবেশ দূষণ পরিহার করা হলে কাদের প্রতি দায়িত্ব পালন করা হবে? র. সমাজের প্রতি দায়িত্ব রর. স্থানীয় এলাকাবাসীর প্রতি দায়িত্ব ররর. রাষ্ট্রের প্রতি দায়িত্ব নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৪. মিসেস রাধিকা তাঁত, এমব্রয়ডারি, বুটিক ইত্যাদি কাজে একটা ক্ষুদ্র শিল্প গড়ে তুলেছেন। তার জন্য কোন ধরনের ঋণ গ্রহণ উত্তম? ক) এনজিও থেকে ঋণ খ) বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ গ) ঝগঊ ফাউন্ডেশন থেকে ঋণ ঘ) বিসিক থেকে ঋণ ২৫ কোনটি ব্যবসায়ের অর্থনৈতিক পরিবেশ বহির্ভূত? ক) ব্যাংক খ) বিমা গ) মুদ্রাস্ফীতি ঘ) প্রযু্ক্িত ২৬. কিসের মাধ্যমে আবিষ্কৃত তত্ত্ব ও জ্ঞানকে মানুষের প্রয়োজনমাফিক ব্যবহার করা যায়? ক) বিজ্ঞাপনের মাধ্যমে খ) প্রযুক্তির মাধ্যমে গ) অর্থের মাধ্যমে ঘ) সম্পদের মাধ্যমে ২৭. নিবন্ধকের অফিস থেকে কোন ধরনের নাম স্থির করে সে নামের ছাড়পত্র সংগ্রহ করা হয়? ক) নির্দিষ্ট নাম খ) সম্ভাব্য নাম গ) সুনির্দিষ্ট নাম ঘ) বহুল প্রচলিত নাম ২৮. সমবায়ের আইনের পর্যালোচনা ও পরীক্ষা-নিরীক্ষা করা যায় - র. সমবায় আইনের সংশোধন করে রর. সমবায় আইনের পরিবর্তন করে ররর. সমবায় আইনের পরিবর্ধন করে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৯. কর ও রাজস্ব প্রদান না করলে ব্যবসায়ী কোন পক্ষের দায়িত্ব পালনে পিছিয়ে পড়ে? ক) সগোত্রীয় ব্যবসায়ী খ) সরকার গ) ক্রেতা ও ভোক্তা ঘ) বিনিয়োগকারী ৩০ কোনটি বাংলাদেশে ব্যবসায়ক উন্নয়নের গতি মন্থর করে না? ক) উদ্যোক্তার অভাব খ) সুষ্ঠু মূলনীতির অভাব গ) দুর্নীতি ঘ) শিল্পনীতি ৩১. একমালিকানা ব্যবসায়ের মালিকের দায় কীরূপ? ক) সীমিত খ) সসীম গ) অসীম ঘ) পূর্ব নির্ধারিত ৩২ ট্রেডমার্ক আইন, ২০০৯ অনুযায়ী সর্বোচ্চ কত বছর পর্যন্ত নিবন্ধন কার্যকর হয়? ক) ৫ খ) ৭ গ) ১০ ঘ) ৬০ ৩৩. সাপটা চুক্তিতে কতটি দেশ স্বাক্ষর করে? ক) ৫টি খ) ৬টি গ) ৭টি ঘ) ৮টি ৩৪. একজন উদ্যোক্তার প্রধান কাজ কোনটি? ক) অর্থসংস্থান খ) ঝুঁকি গ্রহণ গ) বিনিয়োগ ঘ) উদ্যোগ গ্রহণ ৩৫. একমালিকানা সংগঠনের অসুবিধা কোনটি? ক) প্রশিক্ষণের ক্ষেত্র খ) মূলধনের স্বল্পতা গ) উদ্যোক্তা সৃষ্টি ঘ) ঋণের সুযোগ ৩৬. একমালিকানা ব্যবসায়ের স্থায়িত্ব অনিশ্চিত, কারণ- র. স্থায়িত্ব মালিকের কর্মক্ষমতার ওপর নির্ভরশীল রর. মালিকের ইচ্ছার ওপর নির্ভরশীল ররর যেকোনো মুহুর্তে বিলোপ ঘটাতে পারে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৭. সমবায় সমিতি গঠন করা প্রয়োজন - র. নির্ভরশীলতা বৃদ্ধির জন্য রর. মূলধন সংগ্রহ করার জন্য ররর. মধ্যস্থকারীদের দৌরাত্ম্যের হাত থেকে রক্ষা পেতে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৮. রাষ্ট্রীয় ব্যবসায়ে কিসের প্রভাব বেশি? ক) আমদানি-রপ্তানির খ) গণতন্ত্র গ) মুনাফা গঠনের ঘ) আমলাতন্ত্রের ৩৯ কোনো বই কপিরাইট করতে চাইলে যে শর্তগুলো পালন করতে হবে তা হলো - র. বইটি বাংলাদেশে প্রকাশিত হতে হবে রর. বইটিতে লেখক ছদ্মনাম ব্যবহার করতে পারবে না ররর লেখককে বাংলাদেশের নাগরিক হতে হবে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪০. অংশীদারি ব্যবসায়ের আবশ্যকীয় উপাদান হলো- র. একাধিক সদস্য রর. চুক্তিবদ্ধ সম্পর্ক ররর. নিবন্ধন নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) রর ও ররর ৪১. ইন্টারনেট ব্যবসায় চালু হয় কত সালে? ক) ১৯৯২ খ) ১৯৯১ গ) ১৯৯৩ ঘ) ১৯৯৪ ৪২. ‘কর্মক্ষেত্রে বর্ণবৈষম্য’ ব্যবসায়িক কোন নীতি বহির্ভূত কাজ? র. ব্যবসায়িক মূল্যবোধ রর. ব্যবসায়িক নৈতিকতা ররর. ব্যবসায়িক আদর্শ নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) রর ও ররর ৪৩ সেবা শিল্পের অন্তর্গত নয়- র. গ্যাস উত্তোলন রর. বিমান ররর সেতু নির্মাণ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪৪ কোনটি ব্যবসায়িক শিষ্টাচারের অন্তর্ভুক্ত নয়? ক) বিনয়ী খ) সততা ও ন্যায়নীতি গ) মিশুক ঘ) সহমর্মিতাবোধ ৪৫ শেয়ার বাজারে স্টক বা ঋণপত্র ক্রয় করতে হলে পাবলিক লিমিটেড কোম্পানিগুলোকে - র শেয়ার বাজারে তালিকাভুক্ত হতে হয় রর কোম্পানির বৈশিষ্ট্য পরিবর্তন হতে হয় ররর শেয়ার বাজারের নিয়ম মানতে হয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪৬. ব্যবসায়িক কাজ দ্রুত ও নির্ভুলভাবে করার জন্য কোন পদ্ধতিটি গ্রহণ করা প্রয়োজন? ক) কুরিয়ার সার্ভিস খ) অনলাইন পদ্ধতি গ) সাংকেতিক পদ্ধতি ঘ) টেলিফোন পদ্ধতি ৪৭. একমালিকানা ব্যবসায়ের প্রধান অসুবিধা কী? ক) সীমিত মূলধন খ) সীমিত আয়তন গ) অসীম দায় ঘ) কৃত্রিম সত্তাহীনতা ৪৮ ভোক্তা সমবায় সমিতির প্রধান সুবিধা কী? ক) ন্যায্যমূল্যে পণ্য সংগ্রহ খ) চাহিদানুযায়ী পণ্য সংগ্রহ গ) দেমের অর্থনৈতিক উন্নয়ন ঘ) সমিতিকে ঋণদান উদ্দীপকটি পড়ো এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: সাহিদা একটি বুটিক ব্যবসায় তৈরির পরিকল্পনা করেন। এক্ষেত্রে বর্তমান রুচির সাথে তাল মিলিয়ে সে নিত্য নতুন ফ্যাশনের আলোকে তার পণ্যসামগ্রীর উন্নতি ঘটায়। সে বহু পরিকল্পনার পর এবং তার বাবার সাথে পরামর্শ করে ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় প্রতিষ্ঠানে রূপ দেয়। সে তার ব্যবসায়কে বৃহদায়তন ব্যবসায়ে রূপান্তরিত না করে বিভিন্ন ধরনের সুবিধা পায়। ৪৯ কোম্পানি নিবন্ধিত হওয়র পর কত দিনের মাঝে ব্যবসায় আরম্ভ করতে ব্যর্থ হলে আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপসাধন ঘটবে? ক) তার ব্যবসায়ের পণ্য রুচির সাথে পরিবর্তনশীল খ) তার ব্যবসায়ে ঝুঁকির পরিমাণ বেশি গ) তার ব্যবসায়ের পণ্য রুটির সাথে অপরিবর্তনশীল ঘ) তার পণ্যের উৎপাদন ও চাহিদা অসীম ৫০. জীবন বিমা হলো - র. ঘটনাসাপেক্ষে চুক্তি রর. ক্ষতিপূরণের চুক্তি ররর. আর্থিক নিশ্চয়তা চুক্তি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: ১. (ঘ) ২. (গ) ৩. (গ) ৪. (ঘ) ৫. (ক) ৬. (ঘ) ৭. (ক) ৮. (খ) ৯. (ক) ১০. (গ) ১১. (ঘ) ১২. (গ) ১৩. (ঘ) ১৪. (ক) ১৫. (গ) ১৬. (ক) ১৭. (ক) ১৮. (গ) ১৯. (গ) ২০. (গ) ২১. (ঘ) ২২. (ঘ) ২৩. (ঘ) ২৪. (গ) ২৫. (ঘ) ২৬. (খ) ২৭. (খ) ২৮. (ঘ) ২৯. (খ) ৩০. (ঘ) ৩১. (গ) ৩২. (খ) ৩৩. (গ) ৩৪. (ঘ) ৩৫. (খ) ৩৬. (ঘ) ৩৭. (খ) ৩৮. (ঘ) ৩৯. (গ) ৪০. (খ) ৪১. (ক) ৪২. (খ) ৪৩. (খ) ৪৪. (গ) ৪৫. (গ) ৪৬. (খ) ৪৭. (গ) ৪৮. (ক) ৪৯. (ঘ) ৫০. (গ)
×