ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘চিত্ত বিনিময়’ নাটকের তৃতীয় প্রদর্শনী

প্রকাশিত: ০৩:২৭, ২১ ডিসেম্বর ২০১৫

‘চিত্ত বিনিময়’ নাটকের তৃতীয় প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ সাভারের ডাঃ এনাম মেডিক্যাল কলেজ মিলনায়তনে চলছে সাংসদ নাট্যৎসব। উৎসবের অষ্টম দিন আজ সন্ধ্যা ৬-৩০ মিনিটে জাগরণী থিয়েটারের প্রযোজনা ‘চিত্ত বিনিময়’ নাটকের তৃতীয় প্রদর্শনী হবে। নাটকটি রচনা করেছেন রাধারমন ঘোষ। নির্দেশনা দিয়েছেন বৈদ্যনাথ অধিকারী। দল সূত্রে জানা গেছে, আজ তৃতীয় প্রদর্শনীতে নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন স্মরণ সাহা, কাজী ফাহাদ, লিটন সাহা, রোকনুজ্জামান আপেল, সোয়েব হাসনাত মিতুল, শিল্পী আক্তার ঝিনুক, বৈদ্যনাথ অধিকারী, কাজী ফাহাদ, মোঃ বাহারুল ইসলাম (বাহার), কানন মনি, জহির উদ্দিন, সাজিদ আহমেদ রনি, ইয়াসিন শামিম প্রমুখ। চিত্ত বিনিময় নাটকের গল্পে বিশ্ব সংসারের অসঙ্গতিগুলো নাট্যকার হাস্য রসের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। নাটকটির গল্পে দেখা যাবে একটি সুবর্ণ গোলককে কেন্দ্র করে যেটা দেবাদিদেব মহাদেবের নিকট হতে দেবী পার্বতী অর্জন করেন। এই সুবর্ণ গোলকটির প্রধান শর্তই ছিল যদি এই গোলকটি হাত বদল হয় তাহলে চিত্ত বিনিময় হয়ে যাবে। পার্বতী এটি মহাদেবের ভৃঙ্গীকে দেন এটিকে লুকিয়ে রাখার জন্য, কিন্তু ভৃঙ্গীর অসাবধানতার জন্য গোলকটি হাতবদল হয়ে মানুষ পশুতে রূপান্তর, পশু স্বভাবের ব্যক্তি মানুষে রূপান্তর, মুনিব ভৃত্য এবং ভৃত্য মুনিবের আচরণ, আবার নারী-পুরুষের ও পুরুষ নারী সাজিবার প্রচেষ্টায় নিজেদের হাস্য সম্পদ করিয়া তুলেছে। নাটকে আমাদের জীবনের অসঙ্গতিগুলো হৃদয়গ্রাহী করে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। প্রসঙ্গত, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের পরিকল্পনা ও আয়োজনে দেশের বিশিষ্ট চিকিৎসক, রাজনৈতিক ব্যক্তিত্ব ঢাকা-১৯ এর সংসদ সদস্য ডাঃ মোঃ এনামুর রহমানের উদ্যোগে সাংসদ নাট্য উৎসবের আয়োজন করা হয়েছে।
×