ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আচরণবিধি লঙ্ঘনে ব্যবস্থা না নিলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা : ইসি

প্রকাশিত: ০১:৫৫, ২০ ডিসেম্বর ২০১৫

আচরণবিধি লঙ্ঘনে ব্যবস্থা না নিলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা : ইসি

অনলাইন রিপোর্টার ॥ নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহ নেওয়াজ বলেছেন, যেসব নির্বাচন কর্মকর্তারা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্যবস্থা নেবেন না, তাদের বিরুদ্ধে কমিশন ব্যবস্থা নেবে। তিনি আজ রবিবার নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। শাহ নেওয়াজ বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচনী আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভাল রয়েছে। রিটার্নিং কর্মকর্তারা অনিয়ম দেখলেই ব্যবস্থা নিচ্ছেন। যারা ব্যবস্থা নেবে না তাদের বিরুদ্ধে কমিশন ব্যবস্থা নেবে।’ রিটার্নিং কর্মকর্তাদের আশ্বস্ত করে তিনি বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে কমিশন আপনাদের পূর্ণ সহযোগিতা করবে। এটি একটি জাতীয় দায়িত্ব, সঠিকভাবে তা পালন করতে হবে। সরকার দলীয় ও সরকারের যারা আছেন তাদের আচরণবিধি সঠিকভাবে প্রতিপালনের ব্যাপারে সরকার প্রধানের হস্তক্ষেপ কামনা করে শাহ নেওয়াজ বলেন, ‘যারা সরকারে আছেন, তারা অন্যদের চেয়ে বেশি দায়িত্বশীল হবেন এটাই আশা করব। বর্তমানে যারা সরকারের বিভিন্ন পর্যায়ে রয়েছেন এবং নির্বাচিত, তাদের অনুরোধ করবো তারা যেন আমাদের সহযোগিতা করেন।’ ভোট কেন্দ্রে সাংবাদিক প্রবেশে কড়াকড়ি আরোপে পুলিশ প্রধান যে সুপারিশ করেছেন সে ক্ষেত্রে কমিশনের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, ‘বৈঠকে সুবিধা-অসুবিধার কথা বিভিন্ন কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে। সেখানে বলেছি, তারা যেন এলোমেলোভাবে না যান। সাংবাদিকরা আগে যেভাবে যেতেন, সেভাবেই যাবেন। তবে অন্যদের সুযোগ দেবেন।’ বৈঠকে উত্তরাঞ্চলে জঙ্গি আশঙ্কার কথা বলা হয়েছে, সে ক্ষেত্রে কমিশন বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেবে কিনা জানতে চাইলে তিনি বলেন, গোয়েন্দারা জানিয়েছে, কোন আশঙ্কা নেই। তবে আশঙ্কার ঘটনা ঘটলে তারা ব্যবস্থা নেবে। অপর এক প্রশ্নের জবাবে শাহ নেওয়াজ বলেন, ভোটকেন্দ্র দখল হোক, এটা আমরা চাই না। তবে এ ব্যাপারে কাউকে প্রশ্রয়ও দেই না।’ বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, ইসি পক্ষপাতিত্ব ভূমিকা পালন করছেন এমন অভিযোগের ভিত্তিতে তিনি বলেন, ‘কমিশন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে, তারপরও কোন দল অভিযোগ করলে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। যারা চাপ সৃষ্টি করতে চায়, তারা অযথা নির্বাচন কমিশনকে দোষারোপ করার চেষ্টা করে। তারা মনে করে, নির্বাচন কমিশন চাপে পড়বে। তাদের জ্ঞাতার্থে বলতে চাই, আমরা কোন ধরনের চাপ সহ্য করব না। আমরা আমাদের মতই চলব।’
×