ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ বাড়ছে

প্রকাশিত: ০০:১৩, ২০ ডিসেম্বর ২০১৫

পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ বাড়ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ বাড়ছে। জানুয়ারি থেকে বিষয়টি কার্যকর হবে। রবিবার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ২০১৩ সালে কোম্পানি আইনকে কেন্দ্র করে অস্থিরতা দেখা দেয় পুঁজিবাজারে। বিভিন্ন পর্যায়ে আলোচনা শেষে দেশের অর্থনীতি ও পুঁজিবাজারের উন্নয়নে এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ আরও বাড়বে। ফলে গতিশীল হবে বাজার। যার ইতিবাচক প্রভাব দেশের সার্বিক অর্থনীতিতে পড়বে বলে মনে করছেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা। এর আগে বিষয়টির সুরাহা করতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি থেকে শুরু করে বাজার সংশ্লিষ্ট নীতি-নির্ধারকরা দফায় দফায় বৈঠক করেন। সর্বশেষ বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০১৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, পুঁজিবাজার ও দেশের অর্থনীতির স্বার্থে বাংলাদেশ ব্যাংককে আরও নমনীয় হতে হবে।
×