ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নোভারটিজের সঙ্গে জিএসকের চুক্তি

প্রকাশিত: ০০:০৫, ২০ ডিসেম্বর ২০১৫

নোভারটিজের সঙ্গে জিএসকের চুক্তি

অর্থনৈতিক রিপোর্টার ॥ জায়ান্ট ব্রিটিশ গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে) ও সুইস নোভারটিজের মধ্যে সম্পাদিত আন্তর্জাতিক চুক্তির আলোকে বাংলাদেশেও এ দুটি কোম্পানি চুক্তিবদ্ধ হওয়ার ব্যাপারে সম্মত হয়েছে। চুক্তির আলোকে এ দুটি কোম্পানি তাদের বেশকিছু উৎপাদিত পণ্য একে অপরে কিনে নেবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এখানে প্রসঙ্গত, চলতি বছরের মার্চে একে অন্যের ব্যবসা কিনে নেয়ার চুক্তি সম্পন্ন করেছে গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে) ও সুইস নোভারটিজ। সম্পাদিত চুক্তি অনুসারে ১ হাজার ৪৫০ কোটি ডলারে জিএসকের ক্যান্সার ওষুধের ব্যবসা কিনে নেবে নোভারটিজ। অন্যদিকে নোভারটিজের টিকা ব্যবসার সিংহভাগই কিনে নেবে জিএসকে। এদিকে বাংলাদেশে এ দুটি কোম্পানির মধ্যে সম্পাদিত হতে যাওয়া চুক্তি অনুযায়ী, নোভারটিজ বাংলাদেশের কাছ থেকে ভ্যাকসিন ব্যবসা কিনে নেবে এবং বাজারজাতকরণে সব ধরনের কাজ করবে জিএসকে। অপরদিকে জিএসকের সব ধরনের অনকোলজি সম্পদ কিনে নেবে নোভারটিজ। আগামী ১ জানুয়ারি থেকে ব্যবসায়িক এ চুক্তি কার্যকর শুরু হবে। প্রসঙ্গত, বাংলাদেশের পুঁজিবাজারে জেএসকে তালিকাভুক্ত হলেও নোভারটিজ তালিকাভুক্ত নয়।
×