ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজবাড়ীতে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

প্রকাশিত: ০০:০৪, ২০ ডিসেম্বর ২০১৫

রাজবাড়ীতে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

জিস্ব সংবাদদাতা, রাজবাড়ী ॥ আসন্ন রাজবাড়ী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মহম্মদ আলী চৌধুরী রোববার দুপুরে তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি এ ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারে অসামঞ্জস্য পৌর কর প্রত্যাহার, নাগরিক সুবিধা বাড়ানো, বিনোদন পার্ক স্থাপন সহ ২৮ টি উন্নয়নমূলক কাজের প্রতিশ্র“তি দেয়া হয়। তিনি তার ইশতেহারে রাজবাড়ী শহরে আর্সেনিকমুক্ত বিশুদ্ধ পানির জন্য শহরের যে সমস্ত এলাকায় পানির লাইন নেই সেখানে পানির লাইন স্থাপন, যেখানে বিদ্যুৎ সংযোগ নেই সেখানে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা, জলাবদ্ধতা নিরসন কল্পে দ্রুত পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ এবং পৌর এলাকাকে মাদকমুক্ত করতে বিশেষ পদক্ষেপ নেয়ার কথা ঘোষণা করেন। মেয়র প্রার্থী মহম্মদ আলী চৌধুরী সাংবাদিদের প্রশ্নের জবাবে বলেন, দলমত নির্বিশেষে রাজবাড়ী পৌরসভা হবে সকলের প্রতিষ্ঠান। এসময় জেলা আওয়ামী লীগ নেতা শেখ মোহম্মদ আব্দুস সোবহান, আব্দুস সাত্তার, কাজী ইরাদত আলী, এ্যড. গণেশ নারায়ণ চৌধুরী, এ্যড. আব্দুল মাননান, এ্যড. শফিকুল আযম মামুন, অশোক বাগচী, এ্যড. উজীর আলী, শফিকুল ইসলাম শফি, নুরে আলম সিদ্দিকী হক, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জ্যোতিশংকর ঝন্টু, জেলা জাসদ সভাপতি আহমেদ নিজাম মন্টু সহ ১৪ দল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
×