ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চাঁদাবাজির প্রতিবাদে কিশোরগঞ্জে পরিবহণ মালিক-শ্রমিকদের ধর্মঘট

প্রকাশিত: ২৩:৩৯, ২০ ডিসেম্বর ২০১৫

চাঁদাবাজির প্রতিবাদে কিশোরগঞ্জে পরিবহণ মালিক-শ্রমিকদের ধর্মঘট

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ কিশোরগঞ্জ শহরের গাইটালস্থ আন্তঃজেলা বাস টার্মিনালে বহিরাগত সন্ত্রাসীদের অব্যাহত চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছে জেলা পরিবহণ মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। রবিবার সকাল থেকে দুই সংগঠনের নেতৃবৃন্দের এক জরুরী বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক এ ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘটের ফলে কিশোরগঞ্জ থেকে দেশের বিভিন্নস্থানে চলাচলকারী কোনো যাত্রীবাহী যান চলাচল করেনি। আকস্মিক ধর্মঘটের ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। জেলা মালিক সমিতির আহ্বায়ক বাবু মানিক রঞ্জন দে বলেন, স্থানীয় প্রশাসনকে সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আগামী ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে কার্যকরী কোনো পদক্ষেপ না নিলে পরবর্তীতে অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘটের ডাক দেওয়া হবে। জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ বলেন, মালিক-শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটের বিষয়টি দ্রুত সমাধান হয়ে যাবে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
×