ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বেতন স্কেলে যুক্ত হচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও

প্রকাশিত: ২২:৫২, ২০ ডিসেম্বর ২০১৫

বেতন স্কেলে যুক্ত হচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও

অনলাইন রিপোর্টার ॥ এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরাও নতুন স্কেলে গত ১ জুলাই থেকেই মূল বেতন পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সচিবালয়ে রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হবে।’ গত ১৫ ডিসেম্বর নতুন বেতন কাঠামোর গেজেট জারি করে সরকার। তবে সেখানে এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে কিছু বলা ছিল না। এ নিয়ে এ নিয়ে অসন্তোষ জানিয়ে আসছিলেন দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ে থাকা প্রায় ৫ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী। শনিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তারা বলেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তাদেরকে পে-স্কেলে অন্তর্ভুক্ত করা না হলে লাগাতার ধর্মঘট ও আন্দোলন করবেন। এছাড়া একই দাবিতে আগামী ২৭ ডিসেম্বর সারাদেশে শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করার ঘোষণাও দেয়া হয়।
×