ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় প্রার্থীদের বিরামহীন প্রচারণা

প্রকাশিত: ২১:৫০, ২০ ডিসেম্বর ২০১৫

কলাপাড়ায় প্রার্থীদের বিরামহীন প্রচারণা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ পর্যটন কেন্দ্র নবগঠিত কুয়াকাটা পৌরসভা নির্বাচনে এখন চলছে বিরাামহীন প্রচার-প্রচারণা। পোস্টারে ছেঁয়ে গেছে সর্বত্র। প্রথম এ নির্বাচনে মেয়র পদ বাগিয়ে নিতে পারবেন তা নিয়ে চলছে প্রচারযুদ্ধ। পাশাপাশি পেশিশক্তি প্রয়োগের অভিযোগ পাল্টাঅভিযোগ চলছে সমানতালে। এছাড়া আধুনিক পর্যটন নগরী গড়ার প্রত্যয় নিয়ে সবাই ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। ছয় হাজার আট শ’ ৪৫জন ভোটার অধ্যুষিত কুয়াকাটায় মেয়র পদে প্রতিদ্বন্ধীতা করছেন পাঁচ মেয়র প্রার্থী। মূলতঃ প্রতিদ্বন্ধীতা হবে ত্রিমুখী। আওয়ামী লীগ মনোনীনত আব্দুল বারেক মোল্লা, জাতীয় পার্টি (এ) ও বিএনপির আব্দুল আজিজ মুসল্লীর মধেই হবে প্রতিদ্বন্ধীতা। প্রার্থীরা এখন চষে বেড়াচ্ছেন বাড়ি বাড়ি। মূল প্রতিদ্বন্ধী ছাড়াও এনপিপি থেকে রাবেয়া খাতুন আম প্রতীক এবং ইসলামী আন্দোল থেকে হাজী নুরুল ইসলাম পাখা প্রতীকে নির্বাচনে নেমেছেন।
×