ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হ্যামিল্টন টেস্টে শ্রীলঙ্কার জিততে প্রয়োজন ৫ উইকেট, নিউজিল্যান্ডের ৪৭ রান

প্রকাশিত: ১৯:১০, ২০ ডিসেম্বর ২০১৫

হ্যামিল্টন টেস্টে শ্রীলঙ্কার জিততে প্রয়োজন ৫ উইকেট, নিউজিল্যান্ডের ৪৭ রান

অনলাইন ডেস্ক॥ হ্যামিল্টন টেস্টে তৃতীয় দিনের খেলা শেষে যে চিত্র পাওয়া যাচ্ছে তাতে চতুর্থ নিদের প্রথম শেষনেই শ্রীলঙ্কা বা নিউজিল্যান্ড যে কোন একটি দেশে ২য় টেস্ট জিততে পারে। কেননা এই টেস্টে জিততে শ্রীলংকার প্রয়োজন ৫ উইকেট আর নিউজিল্যান্ডের প্রয়োজন ৪৭ রান। যদিও নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডেকে হারানো খুব কঠিন তার পরেও প্রথম ইনিংসের মত এই ইনিংসেও শ্রীলঙ্কার বোলার চামিরা বিধ্বংসি হয়ে উঠেছে। নিউজিল্যান্ডের প্রথম চারটি উইকেটি পেয়েছে এই বোলার। একটি উইকেট পেয়েছে লাকমল। আজ নিউজিল্যান্ড গতকালের ৯ উইকেটে ২৩২ রান নিয়ে খেলতে নামে। গতকালের রানের সঙ্গে আর ৫ রান যোগ করে আজ নিউজিল্যান্ড অলআউট হয় ২৩৭ রানে। শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৫৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে এবং মাত্র ১৩৩ রানে অলআউট হয়ে যায়। ১৮৯ রানের লক্ষমাত্রা নিয়ে খেলতে নেমে তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১৪২ রান। এখন ব্যটিং করছেন উইলিয়ামসন ৭৮ রানে ও অয়েটলিং ০ রানে। আলোর সল্পতার কারনে আজ দিনের ১৪ ওভার খেলা সম্ভব হয়নি। নিউজিল্যান্ডের বোলারদের পক্ষে সাউদি ৪ ব্রেসওয়েল ২ ও ওয়াগনার ৩ উকেট লাভ করে। প্রথম টেস্টে জিতে নিউজিল্যান্ড ১-০ ম্যাচে এগিয়ে আছে।
×