ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আফ্রিকান ইউনিয়নের প্রস্তাব নাকচ বুরুন্ডির

প্রকাশিত: ১৮:৫৬, ২০ ডিসেম্বর ২০১৫

আফ্রিকান ইউনিয়নের প্রস্তাব নাকচ বুরুন্ডির

অনলা‌ইন ডেস্ক ॥ বুরুন্ডিতে চলমান সহিংসতা কমাতে দেশটিতে ৫ হাজার শক্তিশালী শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের প্রস্তাব করেছে আফ্রিকান ইউনিয়ন। তবে তাদের এই প্রস্তাবকে নাকচ করে দিয়েছে বুরুন্ডি সরকার। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা নিজেদের সীমানায় বিদেশী সেনাদের প্রবেশ করতে দেবে না। শুক্রবার রাতে আফ্রিকান ইউনিয়নের শান্তি এবং নিরাপত্তা পরিষদ বুরুন্ডিতে আফ্রিকান প্রতিরোধ এবং সুরক্ষা মিশনের (এমএপিআরওবিইউ) একটি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। এদিকে আফ্রিকান ইউনিয়ন তাদের সহযোগিতা করতে এবং তাদের সীদ্ধান্ত মেনে নিতে বুরুন্ডি সরকারকে ৯৬ ঘণ্টা সময় দিয়েছে। তারা সতর্ক করে বলেছে, তাদের সনদ অনুযায়ী তারা সেনা পাঠানোর অধিকার রাখে। অপরদিকে প্রেসিডেন্টের মুখপাত্র গেরভেইস আবেইহো শনিবার আল জাজিরাকে জানিয়েছেন, বুরুন্ডিতে শান্তিরক্ষা বাহিনীর কোনো প্রয়োজন নেই।
×