ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নির্ভয়ার এক ধর্ষক ছাড়া পেয়ে যাচ্ছে আজ

প্রকাশিত: ১৮:৩৭, ২০ ডিসেম্বর ২০১৫

নির্ভয়ার এক ধর্ষক ছাড়া পেয়ে যাচ্ছে আজ

অনলাইন ডেস্ক॥ বিস্তর সমালোচনা স্বত্বেও দিল্লীর আলোচিত নির্ভয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের এক অভিযুক্ত কিশোরকে আজ মুক্তি দেয়া হচ্ছে কারাগার থেকে। নির্ভয়ার বাবা-মা ওই ছেলেটির মুক্তি ঠেকাতে হাইকোর্টে একটি রিট করেও ব্যর্থ হয়েছেন। রবিবার এই ছেলেটির মুক্তির প্রাক্কালে নির্ভয়ার বাবা-মা বলছেন, ‘আমরা হেরে গেছি, জিতে গেছে অপরাধ’। সরকারের বরাত দিয়ে বিবিসি বাংলার দিল্লী সংবাদদাতা শুভজ্যেতি ঘোষ অবশ্য বলছেন, এখন প্রায় একুশ বছরের তরুণে পরিণত হওয়া ওই ছেলেটিকে ছেড়ে দেয়া হলেও তাকে সার্বক্ষণিক একটি নজরদারীতে রাখা হবে। অন্যান্য নাগরিকদের মতো সমাজে মুক্ত স্বাভাবিকভাবে বিচরণ করবার অধিকার সে পাবে না। তবে তাকে নতুন করে আইনের আওতায় আনার আর কোনও সুযোগ নেই। ভারতের আইন অনুযায়ী অপরাধ ঘটানেরা সময়ে কারো বয়স আঠেরোর কম হলে তাকে তিন বছরের বেশী কারাদণ্ড দেয়া যাবে না। এদের বিচার হবে কিশোর আইনে এবং তাকে আটকে রাখাও হবে কিশোর সংশোধনাগারে। নির্ভয়া গণধর্ষণ ও হত্যাকাণ্ডের সময় ওই ছেলেটির বয়স ছিল আঠেরোর কয়েক মাস কম। আইনের এই সুযোগটির কারণেই সে তিন বছর কারাভোগের পর আজ মুক্তি পাচ্ছে। কিন্তু সংবাদদাতা বলছেন, নির্ভয়ার ওই ঘটনার পর ভারতের এখন এই আইনটি সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে, যাতে এই ছেলেটির মতো ঘৃণ্য অপরাধে যুক্ত কেউ এই আইনের সুযোগকে কাজে লাগিয়ে দ্রুত বেরিয়ে আসতে না পারে। ২০১২ সালে দিল্লীতে চলন্ত বাসে নির্ভয়াকে গণ-ধর্ষণের পর বাস থেকে ছুড়ে ফেলে হত্যার ঘটনা বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করে। সে ছিল একজন মেডিকেল ছাত্রী। নির্ভয়া তার ছদ্মনাম। সম্প্রতি অবশ্য নির্ভয়ার আসল নাম প্রকাশ করে তার বাবা মা। তার আসল নাম জ্যোতি সিং। সূত্র : বিবিসি বাংলা
×