ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাবনায় কালি কালাইয়ের বাম্পার আবাদ

প্রকাশিত: ১৮:৩৫, ২০ ডিসেম্বর ২০১৫

পাবনায় কালি কালাইয়ের বাম্পার আবাদ

নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ চলতি মৌসুমে জেলায় কালি কালাইয়ের বাম্পার আবাদ হয়েছে। বাম্পার আবাদের পাশাপাশি ভালো দাম পাওয়ায় চাষীদের মুখে হাসি ফুটতে শুরু করেছে । চলতি মৌসুমে জেলার ৯টি উপজেলায় ৩৭৪৬ হেক্টর জমিতে কালি কালাই আবাদ হয়েছে। এর মধ্যে সুজানগর উপজেলায় ৩১২ হেক্টর, বেড়া উপজেলায় ৫৬৭ হেক্টর, ফরিদপুর উপজেলায় ৩৩২ হেক্টর, ভাঙ্গুড়া উপজেলায় ৫০২ হেক্টর, সাঁথিয়া উপজেলায় ৬২৫ হেক্টর, চাটমোহর উপজেলায় ৫৩২ হেক্টর, আটঘরিয়া উপজেলায় ২০৫ হেক্টর, সাঁথিয়া উপজেলায় ৬২৫ হেক্টর, ঈশ্বরদী উপজেলায় ৩২৫ হেক্টর, পাবনা সদর উপজেলায় ২৫২ হেক্টর জমিতে কালি কালাইয়ের আবাদ হয়েছে। স্থানীয় ভাষায় এ ফসলকে বিজলী কালাই, খাকি কালাই, বড়ি কালাই বলা হয়। কৃষি সম্প্রসারণ দপ্তর পাবনার উপ-পরিচালক বিভুতি ভুষণ সরকার আজ রবিবার জানিয়েছে, এ বছর অনুকুল আবহাওয়া ও সার কীটনাশকের সহজ লভ্যতায় কালি কালাইয়ের এ বাম্পার আবাদ হয়েছে। এছাড়াও অর্থকরি ফসল হিসেবে খুবই লাভজনক হওয়ায় জেলায় কালি কালাই চাষের প্রতি কৃষকরা উৎসায়িত হচ্ছে।
×