ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শ্যামপুরে গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় ট্রাকের ধাক্কায় তরুণী নিহত

প্রকাশিত: ০৮:০৫, ২০ ডিসেম্বর ২০১৫

শ্যামপুরে গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় ট্রাকের ধাক্কায় তরুণী নিহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে। শ্যামপুরে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। উত্তরায় ট্রাকের ধাক্কায় এক তরুণী নিহত হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে পুরনো ঢাকার জুরাইন কমিশনার গলিতে স্বামীর সঙ্গে অভিমান করে আন্না বেগম (২৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেছে। নিহতের স্বামীর নাম আব্দুল মান্না। বাবার নাম লালমিয়া। নিহতের খালা রীনা বেগম জানান, জুরাইন কমিশনার গলিতে স্বামীর সঙ্গে ভাড়া বাসায় বাস করত আন্না। তিনি জানান, শনিবার সকালে স্বামীর সঙ্গে তার ঝগড়া-বিবাদ হয়। এক পর্যায়ে আন্না অভিমান করে বাবার জুরাইনের বাসায় চলে যায়। সেখানে বিকেলে সবার অগোচরে আন্না ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে আন্নাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আজ রবিবার ময়নাতদন্ত হবে। উত্তরার আইইউবিএটি বিশ্ববিদ্যালয়ের সামনে ট্রাকের ধাক্কায় জ্যোতি আক্তার (২২) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ সময় তার ছোটবোন তানিয়া আক্তার (১৪) আহত হয়েছে। তাদের বাবার নাম জালাল উদ্দিন। তিনি গাজীপুরের টঙ্গী এলাকায় থাকেন। উত্তরা পশ্চিম থানার এসআই মিজানুর রহমান জানান, দুপুর আড়াইটার দিকে ছোটবোন তানিয়া আক্তারকে নিয়ে রিক্সায় করে স্কুলে যাচ্ছিলেন জ্যোতি। পথে আইইউবিএটি বিশ্ববিদ্যালয়ের ঢালে পৌঁছলে একটি ট্রাক তাদের রিক্সাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ মনসুর আলী মেডিক্যালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জ্যোতিকে মৃত ঘোষণা করেন। তানিয়া ওখানেই চিকিৎসাধীন। খবর পেয়ে বিকেলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠায়।
×