ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

২০ দলীয় প্রার্থীদের পক্ষে প্রচারে নামুন ॥ পেশাজীবীদের প্রতি খালেদা

প্রকাশিত: ০৭:৫৫, ২০ ডিসেম্বর ২০১৫

২০ দলীয় প্রার্থীদের পক্ষে প্রচারে নামুন ॥ পেশাজীবীদের প্রতি খালেদা

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন পৌরসভা নির্বাচনে ২০ দলীয় জোট সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারে নামতে পেশাজীবী নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। গুলশানে নিজ রাজনৈতিক কার্যালয়ে শনিবার রাতে পেশাজীবীদের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি। বৈঠক সূত্রে এ তথ্য জানা যায়। রাত সাড়ে নয়টায় বৈঠকটি শুরু হয়ে শেষ হয় রাত পৌনে ১১টায়। পেশাজীবীদের উদ্দেশে বৈঠকে খালেদা জিয়া বলেন, এই নির্বাচন সুষ্ঠু হবে না জেনেও আমরা নির্বাচনে অংশ নিয়েছি। আপনারা প্রচারণায় নামুন। ২০ দল সমর্থিত প্রার্থীদের কোথাও কোন বাধা বা প্রচারে বিঘœ ঘটানো হলে তা জনগণের সামনে তাৎক্ষণিকভাবে তুলে ধরতে হবে। বৈঠকে এছাড়াও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সঙ্গে বিএনপির পক্ষ থেকে কোন কথা বলা হয়নি। খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রহুল আমিন গাজী ও সদস্য সচিব ডাঃ এ জেড এম জাহিদ হোসেন। এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন- অধ্যাপক সদরুল আমিন, অধ্যাপক কামরুল আহসান সিদ্দিকী, অধ্যাপক শামসুল আলম, প্রকৌশলী আ ন ম আখতার হোসেন, সাংবাদিকদের মধ্যে সৈয়দ আবদাল আহমেদ, কবি আব্দুল হাই শিকদার, জাহাঙ্গীর আলম প্রধান, ডাঃ আজিজুল হক, আইনজীবীদের মধ্যে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, এ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া, এ্যাডভোকেট খোরশেদ আলম, এ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, কৃষিবিদ আনোয়ারুন নবী মজুমদার, এমএ করিম, হাছান আহমেদ, হাসান জাফির তুহিন, শামসুর রহমান শামীম, শিক্ষক কর্মচারী ঐক্য জোটের অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন, নার্সেস এ্যাসোসিয়েশনের জাহানারা বেগম, মেডিক্যাল এ্যাসোসিয়েশনের বিপ্লব-উজ্জামান বিপ্লব, ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসক এ্যাসোসিয়েশনের মির্জা লিটন, ফিজিও থেরাপিস্ট এ্যাসোসিয়েশনের কামরুজ্জামান কল্লোল, জিয়াউল হাসান পলাশ প্রমুখ।
×