ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মংলা নদীর ওপর ঝুলন্ত সেতু হচ্ছে

প্রকাশিত: ০৫:১৪, ২০ ডিসেম্বর ২০১৫

মংলা নদীর ওপর ঝুলন্ত সেতু হচ্ছে

নিজস্ব সংবাদদাতা, মংলা, ১৯ ডিসেম্বর ॥ ১২০ কোটি টাকা ব্যয়ে মংলা নদীর ওপর একটি ঝুলন্ত সেতু হতে যাচ্ছে। শনিবার এ প্রতিবেদককে মোবাইল ফোনে এ তথ্য জানান মংলার মেয়র জুলফিকার আলী। তিনি বলেন, মংলা পৌরসভার উদ্যোগে এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে মংলা নদীর ওপর এই ঝুলন্ত সেতু হতে যাচ্ছে। ব্যয় ধরা হয়েছে ১২০ কোটি টাকা। আর এর ফলে মংলাবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হতে চলেছে। মেয়র জানান, এডিবির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল সম্প্রতি পৌরসভার উন্নয়নমূলক কাজ পরিদর্শনে এলে পৌর কর্তৃপক্ষ নদীর ওপর একটি ঝুলন্ত সেতু তৈরির আবেদন জানায়। বিষয়টি পর্যালোচনা শেষে মংলা বাসস্ট্যান্ড টু পুরাতন থানা সংলগ্ন এলাকা দিয়ে সেতুটি করতে তারা সম্মত হন। ২০১৬ সালের শুরুর দিকে কাজ শুরু হবে বলেও জানান মেয়র।
×