ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চিকিৎসকদের ইন্টার্নশিপের মেয়াদ দু’বছর হচ্ছে

প্রকাশিত: ০৫:১৩, ২০ ডিসেম্বর ২০১৫

চিকিৎসকদের ইন্টার্নশিপের মেয়াদ দু’বছর হচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ ইন্টার্ন চিকিৎসকদের ইন্টার্নশিপের মেয়াদ দু’বছর করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, দু’বছরের মধ্যে এক বছর নিজের প্রতিষ্ঠানে এবং এক বছর গ্রামে অবস্থান করবেন ইন্টার্ন চিকিৎসকরা। শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)-এর শহীদ ডাঃ মিলন হলে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। এ্যাসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জন্স বাংলাদেশের চতুর্থ জাতীয় সম্মেলন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি অধ্যাপক ডাঃ আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান, জাতীয় অধ্যাপিকা ডাঃ শায়লা খাতুন, বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক ডাঃ ইকবাল আর্সনাল, এ্যাসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জন্স বাংলাদেশের মহাসচিব অধ্যাপক ডাঃ আব্দুল হানিফ টাবলু প্রমুখ । মোহাম্মদ নাসিম বলেন, মেডিক্যাল কলেজ শিক্ষার্থীদের এমবিবিএস ডিগ্রীর পর ২ বছর ইন্টার্নশীপ করতে হবে। এতে ইন্টার্ন চিকিৎসকদের বাস্তব অভিজ্ঞতা বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষও উপকৃত হবেন। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, শিশু-সার্জারিতে পেডিয়াট্রিক এ্যানেসথেসিয়া খুবই গুত্বপূর্ণ। এজন্য এ্যানেসথেসিয়ার লোকবল বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সরকার। ইতোমধ্যে বিভিন্ন মেডিক্যাল কলেজে শিশু সার্জারিতে ৫৯টি নতুন পদ সৃষ্টির কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে আছে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মানুষের দোরগড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ৬ হাজার ডাক্তার নিয়োগ দেয়া হয়েছে। প্রতিটি গ্রামের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই আমরা। ডাক্তারদের উদ্দেশে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন মায়ের স্নেহ, বোনের ভালবাসা নিয়ে দেশের জন্য কাজ করছেন, তেমনি আপনারাও মানুষের সেবা করবেন। কোনভাবেই যেন জনগণের সেবা ব্যাহত না হয়।
×