ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চলতি বছরের সেরা ব্যবসাবান্ধব দেশ ডেনমার্ক

প্রকাশিত: ০৪:৩১, ২০ ডিসেম্বর ২০১৫

চলতি বছরের সেরা ব্যবসাবান্ধব দেশ ডেনমার্ক

চলতি বছর ব্যবসা-বাণিজ্যের জন্য সেরা দেশ হিসেবে ডেনমার্কের নাম উঠে এসেছে। ফোর্বসের এ বার্ষিক তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছে নিউজিল্যান্ড। এবারে শীর্ষ দশে যুক্তরাষ্ট্রের নাম নেই, যা দেশটির জন্য বড় ধরনের ধাক্কা। গত বছরের তুলনায় অবস্থান কিছুটা উন্নত হয়ে ভারত এবার ৯৭তম স্থানে রয়েছে। মোট ১১টি ভিন্ন মানদ-ের ভিত্তিতে জরিপ করে চলতি বছর ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সেরা অবস্থানে ছিল এমন ১৪৪টি দেশের নাম প্রকাশ করেছে ফোর্বস। মানদ-গুলো হলো প্রপার্টি রাইটস, উদ্ভাবন, কর, প্রযুক্তি, দুর্নীতি, স্বাধীনতা (ব্যক্তিগত, ব্যবসা ও মুদ্রা নীতিমালা), আমলাতান্ত্রিক জটিলতা, বিনিয়োগকারীদের সুরক্ষা ও শেয়ার বাজারের পারফরমেন্স। এসব মানদ-ে ব্যক্তিগত ও মুদ্রা নীতিমালা-বিষয়ক স্বাধীনতা এবং কম দুর্নীতির ক্ষেত্রে সবচেয়ে ভাল করেছে ডেনমার্ক। -অর্থনৈতিক রিপোর্টার ডব্লিউটিওর সদস্য হলো আফগানিস্তান ও লাইবেরিয়া বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ১৬৪তম সদস্য হিসেবে যোগ দিয়েছে আফগানিস্তান। এর আগে সংস্থার ১৬৩তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয় লাইবেরিয়া। ১১ বছরের আলোচনা শেষে ডব্লিউটিওর মন্ত্রী পর্যায়ের সম্মেলন আফগানিস্তানের অন্তর্ভুক্তি অনুমোদন করেছে। আফগান কর্মকর্তারা এ ঘটনাকে ‘ঐতিহাসিক’ বলে আখ্যায়িত করেছেন। সদস্যভুক্তি উপলক্ষে নাইরোবিতে আয়োজিত অনুষ্ঠানে আফগানিস্তানের ফার্স্ট ডেপুটি চীফ এক্সিউটিভ মোহাম্মদ খান রহমানি বলেন, দারিদ্র্য বিমোচন এবং দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জনে মুক্ত বাজার অর্থনীতির প্রতি আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। ডব্লিউটিওর সদস্য পদ আফগানিস্তানের কৌশলগত লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন। -অর্থনৈতিক রিপোর্টার
×