ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে ভারতীয় ভিসা পেতে ভোগান্তি

প্রকাশিত: ০৪:১৯, ২০ ডিসেম্বর ২০১৫

চট্টগ্রামে ভারতীয় ভিসা পেতে ভোগান্তি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম থেকে ভারতীয় ভিসাপ্রাপ্তিতে আবেদনকারীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ ফাউন্ডেশন চট্টগ্রামের পক্ষ থেকে এ অভিযোগ করা হয়েছে। সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক লিখিত বক্তব্যে জানিয়েছেন, প্রায় এক বছর ধরে এ ধরনের ভোগান্তি দূরীকরণে কোন ধরনের পদক্ষেপ নেয়া হয়নি। জানা গেছে, ভারতীয় ভিসা সেন্টারের নিয়ম অনুযায়ী অনলাইনে ফরম পূরণের মধ্য দিয়ে ভিসা সেন্টারের মুখোমুখি হওয়ার সুযোগ পাওয়া যায়। কিন্তু এ অনলাইন প্রক্রিয়ায় ফরম পূরণের পর তা সাবমিট করা হলেও কোনভাবেই আগ্রহীরা ভিসা সেন্টারের মুখোমুখি হওয়ার সুযোগ পান না। অথচ ভিসা সেন্টারের আশপাশের কম্পিউটার কম্পোজ ও ফটোকপির দোকানগুলোতে দুই থেকে আড়াই হাজার টাকার বিনিময়ে ভিসা সেন্টারের মুখোমুখি হওয়ার সুযোগ পাওয়া যায়। প্রশ্ন উঠেছে, সাধারণ মানুষ অনলাইনে ভিসা আবেদন জমার চেষ্টা করে সাক্ষাতের দিন না পেলেও দোকানগুলো কিভাবে নিশ্চিত করছে। চট্টগ্রাম থেকে ভিসাপ্রত্যাশী রোগী, স্টুডেন্ট ও ভ্রমণ যাত্রীরা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে। এ বিষয়ে সংগঠনের সভাপতি মাহমুদুল হক আনসারি জানিয়েছেন, ভিসা সেন্টারে ভারতে গমনেচ্ছুরা বিভিন্নভাবে হয়রানির শিকার হলেও কর্তৃপক্ষ এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছে না। চবির ক্লাস ও সাপ্তাহিক ছুটির নয়া সময়সূচী স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫০০তম সভার সিদ্ধান্ত অনুসারে আগামী ১ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের অফিস, ক্লাসের সময়সূচী ও সাপ্তাহিক ছুটি পুনর্নির্ধারণ করা হয়েছে। অফিস ও ক্লাস প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। আর সাপ্তাহিক ছুটি থাকবে প্রতি শুক্র ও শনিবার। প্রাণিবিদ্যা বিভাগ ॥ চবি প্রাণিবিদ্যা বিভাগের এমএস (কীটতত্ত্ব)-২০১৩ এর কোর্স নং-৫০৭ থেকে পরবর্তী পরীক্ষাসমূহ আগামী ৩ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টায় শুরু হবে। বিস্তারিত সময়সূচী সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।
×