ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. আদর্শ সোয়াইকা

প্রকাশিত: ০১:২৮, ১৯ ডিসেম্বর ২০১৫

ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. আদর্শ সোয়াইকা

কূটনৈতিক রিপোটার ॥ ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন ড. আদর্শ সোয়াইকা। নতুন হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা না আসা পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন। এদিকে শনিবার ঢাকা ত্যাগ করেছেন পঙ্কজ শরণ। ঢাকার ভারতীয় দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ তার দায়িত্ব পালন শেষে শনিবার ঢাকা ত্যাগ করেছেন। নবনিযুক্ত ডেপুটি হাইকমিশনার ড. আদর্শ সোয়াইকা ঢাকায় এসেছেন। হাইকমিশনার হিসেবে মনোনীত হর্ষ বর্ধন শ্রিংলার আগামী মধ্য জানুয়ারিতে আসবেন। তিনি ঢাকায় না আসা পর্যন্ত ড. আদর্শ সোয়াইকা ভারপ্রাপ্ত হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন। ড. আদর্শ সোয়াইকা ইতোপূর্বে নয়াদিল্লীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ বিভাগের পরিচালক ছিলেন। তার আগে তিনি বেইজিং, সোফিয়া ও মস্কোতে অবস্থিত ভারতীয় দূতাবাসে দায়িত্ব পালন করেছেন। তিনি রসায়নে পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন। তিনি হিন্দি, বাংলা ও রাশিয়ার ভাষা জানেন। আদর্শ সোয়াইকা বন্দনার সোইয়াকার সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ ও তাদের দুটি সন্তান রয়েছে।
×