ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

‘শ্রমিকদের নিরাপত্তা দিতে হবে’

প্রকাশিত: ০০:১৯, ১৯ ডিসেম্বর ২০১৫

‘শ্রমিকদের নিরাপত্তা দিতে হবে’

অর্থনৈতিক রিপোর্টার ॥ শুধু কারখানা ভবন নিরাপদ হলেই পোশাক শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত হবে না, এজন্য ভেতরের কর্মপরিবেশ মানবিক হতে হবে। সম্প্রতি প্রকাশিত ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক শ্রম অধিকার ফোরামের (আইএলআরএফ) এক গবেষণা প্রতিবেদনে একথা বলা হয়েছে। এতে বলা হয়, পোশাক শ্রমিকদের নিরাপত্তার ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে হলে কারখানার ভেতরে হুমকি ও সহিংসতার বিষয়গুলোর দিকেও নজর দিতে হবে। কর্মপরিবেশের সংস্কারের বিষয়ে পরবর্তী পদক্ষেপ হিসেবে শ্রমিকদের প্রতি ‘সম্মান’ প্রদর্শনের চর্চা প্রবর্তনের উপর জোর দিয়ে বলা হয়, তা হলে শ্রমিকদের জীবন ও স্বাস্থ্য ঝুঁকির মুখেই থাকবে। ৭০ জনের বেশি শ্রমিকের সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি এই প্রতিবেদনে বলা হয়েছে, কর্মস্থলে নিজেদের কথা বলার সুযোগ না পেলে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত হবে না। এতে বলা হয়, শ্রমিকরা কারখানা ও পোশাক প্রতিষ্ঠানগুলোতে বিরাজমান ‘হুমকি ও সহিংসতার সামাজিক সম্পর্কের ভয়ানক চক্র’ ভাঙ্গার উপর জোর দিয়েছে, যা তাদের পরিবার ও সমাজকে প্রভাবিত করে। এই ‘সামাজিক সম্পর্কের ভয়ানক চক্রের’ কারণে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী শ্রমিকদের সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে। আইএলআরএফের প্রতিবেদনে বলা হয়, শ্রমিকরা বলছে, মূলত পারস্পরিক শ্রদ্ধা ও তাদের বিভিন্ন চাহিদা পূরণের বিবেচনার বিষয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
×