ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লালমনিরহাট পৌরসভার ৫ জন মেয়র প্রার্থী জনগণের মুখোমুখি

প্রকাশিত: ২৩:৫১, ১৯ ডিসেম্বর ২০১৫

লালমনিরহাট পৌরসভার ৫ জন মেয়র প্রার্থী জনগণের মুখোমুখি

নিজস্ব সংবাদদাতা,লালমনিরহাট॥ সুশাসনের জন্য নাগরিক (সুজন) লালমনিরহাট জেলা কমিটি উদ্যোগে আজ শনিবার রেলওয়ে শহীদ মিনার প্রাঙ্গণে লালমনিরহাট পৌরসভার আওয়ামলীলীগ, বিএনপি ও স্বতন্ত্রসহ পাঁচ জন মেয়র প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনষ্ঠানে পৌরসভা নির্বাচনে ৬ জন মেয়র প্রার্থীর মধ্যে ৫ জন প্রার্থী ভোটারদের উদ্দেশ্য বক্তব্য রাখেন ও প্রশ্নোত্তর পর্বে অংশ গ্রহন করেন। প্রার্থীরা হলেন আওয়ামী লীগের রিয়াজুল ইসলাম রিন্টু (নৌকা), বিএনপির আব্দুল হালিম (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী এস এম ওয়াহিদুল হাসান সেনা (জগ), স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন আখতার শিমুল (নারিকেল গাছ), জাতীয় পার্টি (জেপির) আব্দুর রশীদ (বাইসাইকেল) উপস্থিত ছিরেন। তবে ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম (হাতপাখা) অনুষ্ঠানে উপস্থিত হয়নি। মেয়র প্রার্থীগণ নিবার্চন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ন ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে শপথ বাক্য পাঠ করেন। এসময় তারা পরস্পরের হাত ধরে সংহতী প্রকাশ করেন। জনগণ যাকে মেয়র নির্বাচিত করবে মেনে নিবেন। সেই সাথে পৌরসভার উন্নয়নে বিজয়ী প্রার্থীকে সহায়তা করবেন। দূর্নীতি ও মাদক মুক্ত পৌরসভা গড়ে তুলতে সর্বাত্বক সহায়তা করবেন। সুচনা বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা এসএম শফিকুল ইসলাম কানু। অনুষ্ঠান সঞ্চালন করেন সুজন কেন্দ্রীয় সমন্বায়ক দিলীপ কুমার সরকার। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রার্থীর সর্মথক ও সাধরন ভোটার উপস্থিত ছিলেন।
×