ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

প্রাক-বড়দিন উপলক্ষে নীলফামারীতে দিনব্যাপী নানান কর্মসূচি

প্রকাশিত: ২২:৩৯, ১৯ ডিসেম্বর ২০১৫

প্রাক-বড়দিন উপলক্ষে নীলফামারীতে দিনব্যাপী নানান কর্মসূচি

স্টাফ রির্পোটার, নীলফামারী ॥ প্রাক-বড়দিন উদযাপন উপলক্ষ্যে আজ শনিবার উৎসব মূখর পরিবেশ ও যথাযোগ্য মর্যাদায় প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানান কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষ্যে সকালে নীলফামারীর নটখানায় ডেনিস বাংলাদেশ লেপ্রসী মিশন (টিএলএমবি) আয়োজনে আনুষ্ঠানিক ভাবে কেক কাটা হয়। এছাড়া বড়দিনের তাৎপর্য রেখে প্রার্থনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, ডেনিস বাংলাদেশ লেপ্রসী মিশনের কান্ট্রি ডিবেক্টর মিঃ সলোমন সুমন হালদার সিভিল সার্জন ড. আব্দুর রশিদ, সদর উপজেলা নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, মেডিক্যাল কো-অডিনেটর ড. ডেবিট খান, প্রজেক্ট ম্যানেজার আবু আল হেলাল, প্রোগ্রাম লিডার সুরেন্দ্র নাথ সিং, টিএলএমবির কর্মকর্তা ফা.মার্কস মুর্মু প্রমখূ। অনুষ্ঠানে মিশনের রংপুর,ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার কর্মকর্তা, সদস্য, কর্মী ও আমন্ত্রিত অতিথিগন উপস্থিত ছিলেন।
×