ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

পলাশবাড়ি গাইবান্ধা জেলা বাস মিনিবাস পরিবহন শ্রমিক ইউনিয়নেনর নির্বাচনের দাবি

প্রকাশিত: ২২:২৭, ১৯ ডিসেম্বর ২০১৫

পলাশবাড়ি গাইবান্ধা জেলা বাস মিনিবাস পরিবহন শ্রমিক ইউনিয়নেনর নির্বাচনের  দাবি

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ পলাশবাড়ি গাইবান্ধা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়ন এর মেয়াদ ৪ মাস আগে অতিক্রান্ত হলেও শ্রমিকদের অব্যাহত দাবি সত্ত্বেও এখন পর্যন্ত নির্বাচন হচ্ছে না। এব্যাপারে রাজশাহী ও রংপুর বিভাগীয় রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন্স কর্তৃক নির্বাচন করার জন্য একাধিকবার নির্দেশ দেওয়া সত্ত্বেও তা উপেক্ষা করে পুরাতন কমিটি বেআইনীভাবে বহাল তবিয়তে দায়িত্ব পালন করছেন। এদিকে নতুন নির্বাচনের দাবিতে ইউনিয়নের শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে বলে জানা গেছে। উল্লেখ্য, গত ৩ আগষ্ট ওই ইউনিয়নের নির্বাচিত দু’বছর মেয়াদী নির্বাহী কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। এব্যাপারে নতুন নির্বাচনের জন্য শ্রমিকদের পক্ষ থেকে অভিযোগ প্রাপ্তির রেজিষ্ট্রার অব ট্রেড ইউনিয়ন গত ২রা সেপ্টেম্বর এক পত্রে গঠনতন্ত্রের ২৩ অনুচ্ছেদের আলোকে ৪৫ দিনের মধ্যে নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের নির্দেশ প্রদান করেন। কিন্তু এতদসত্ত্বেও নতুন কমিটি গঠনে নির্বাচন অনুষ্ঠানের কোন উদ্যোগ বর্তমান কমিটি গ্রহণ করেনি।
×