ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সওজের দুই একর পুকুরটি ভরাট করছে প্রভাবশালীরা

প্রকাশিত: ২২:০৯, ১৯ ডিসেম্বর ২০১৫

সওজের দুই একর পুকুরটি ভরাট করছে প্রভাবশালীরা

নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা পাবনা সড়ক ও জনপথ বিভাগের (সওজ) বেড়ায় অবস্থিত স্ট্যাকইয়ার্ডের প্রায় ৫০ কোটি টাকা মূল্যের পাঁচ একর জায়গা অবৈধভাবে দখল করে দোকান ঘর তৈরি করে হাট-বাজার বসিয়েছে। তারা মার্কেট নির্মানের জন্য ষ্ট্যাকইয়ার্ডের ভেতরের দুই একর আয়তনের পুকুরটি বালি ফেলে ভরাট করছে। এছাড়া জনৈক ঠিকাদার সিঅ্যান্ডবি চতুর বাজারে সওজের প্রায় চার কোটি টাকা মূল্যের এক বিঘা জায়গার উপর পাঁকা মার্কেট নির্মান করে ভাড়া দিয়েছে। ওই প্রভাবশালী ব্যক্তিরা ষ্ট্যাকইয়ার্ডের ভেতরে সপ্তাহে দুই দিন হাট বসিয়ে টোল আদায়ের হাজার হাজার টাকা ভাগবাটোয়ারা করে নিচ্ছে। কোটি কোটি টাকার ভূসম্পত্তির অবৈধ দখলের সাথে পাবনা সওজের সংশ্লিষ্ট প্রকৌশলীরা জড়িত রয়েছেন বলে অভিযোগ উঠেছে। পাবনা সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মোফাজ্জল হায়দারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, বেড়া ষ্ট্যাকইয়ার্ডের জায়গা কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানকে ইজারা দেয়া হয়নি। বেড়া পৌর পরিষদ অবৈধভাবে ষ্ট্যাকইয়ার্ডের দখল করে কাজগুলি করেছে। ষ্ট্যাকইয়ার্ডের পুকুর ভরাট ও চতুর বাজারে মার্কেট নির্মাণের বিষয়ে তার কিছুই জানা নেই বলে জানিয়েছেন।
×