ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

পৌর নির্বাচন ॥ ঠাকুরগাঁওয়ে আ’লীগ মেয়র প্রার্থীর প্রচারণায় এক হয়ে কাজ করার ঘোষণা

প্রকাশিত: ২১:৪৯, ১৯ ডিসেম্বর ২০১৫

পৌর নির্বাচন ॥ ঠাকুরগাঁওয়ে আ’লীগ মেয়র প্রার্থীর প্রচারণায় এক হয়ে কাজ করার ঘোষণা

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ আসন্ন পৌরসভা নির্বাচনে ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ থেকে দলাদলিতে ব্যস্ত কোনো নেতাকে নয়, বরং কেন্দ্র থেকে দলীয় মেয়র প্রার্থী করা হয়েছে তহমিনা আখতার মোল্লাকে। একটা অবস্থান থেকে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যেই কোন্দলে ব্যস্ত থাকা নেতাদের এড়িয়ে তাঁকে মনোনয়ন দেয় কেন্দ্র। এর ফলে শুরুতে ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ মেয়র প্রার্থীর প্রচারণায় কিছুটা সমন্বয় হীনতা দেখা দিলেও এখন এ সীমাবদ্ধতা কাটিয়ে এক হয়ে দলীয় প্রার্থীর হয়ে কাজ করার ঘোষণা দেন নেতা-কর্মীরা। আওয়ামী লীগের স্থানীয় নেতারা দল বেঁধে নেমে পড়েছেন নির্বাচনী মাঠে। আওয়ামী লীগের বর্তমান মেয়র এস এম এ মঈন বলেন, ‘গত নির্বাচনে আমি প্রার্থী হয়ে জয়লাভ করেছিলাম। কিন্তু দল এবার আমাকে মনোনয়ন দেয়নি। তাই বলে নির্বাচন থেকে দূরে সরে থাকব, এটা ঠিক না। তাই আজ নির্বাচনের মাঠে নেমেছি।’ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মকবুল হোসেন বলেন, ‘শুরুতে কিছুটা সমন্বয়হীনতা ছিল। এখন সেটা কেটে গেছে। জেলা আওয়ামী লীগের নেতৃত্বে প্রতিদিন বিভিন্ন মহল্লায় এখন প্রচারণা চলবে। জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। শেষ পর্যন্ত আমরাই জয়লাভ করব।
×