ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

মংলা নদীর ওপর দিয়ে হচ্ছে ঝুলন্ত ব্রীজ

প্রকাশিত: ১৯:৩১, ১৯ ডিসেম্বর ২০১৫

মংলা নদীর ওপর দিয়ে হচ্ছে ঝুলন্ত  ব্রীজ

নিজস্ব সংবাদদাতা, মংলা ॥ প্রায় দেড়শ’ কোটি টাকা ব্যায়ে মংলা নদীর ওপর দিয়ে একটি ঝুলন্ত ব্রীজ হতে যাচ্ছে। শনিবার এ প্রতিবেদককে মোবাইল ফোনে এ তথ্য জানান মংলা পৌর মেয়র জুলফিকার আলী । তিনি বলেন- মংলা পৌরসভার উদ্যোগে এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এর অর্থায়নে মংলা নদীর ওপর দিয়ে একটি ঝুলন্ত ব্রীজ হতে যাচ্ছে। যার ব্যায় ধরা হয়েছে ১শ’২০কোটি টাকা । আর এর ফলে মংলা বাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হতে চলেছে। যোগাযোগ ব্যবস্থায় দুর্বলতা থাকায় পুরাতন মংলায় কোন শিল্প কলকারখানা গড়ে ওঠে নি। তাই এ ব্রীজ বাস্তবায়ন হলে ভারী বাস ট্রাক চলাচলসহ সাধারণ মানুষ অনায়াশে এ নদী পার হতে পারবেন ।
×