ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হ্যামিল্টন টেস্টে চিমারার চমক ॥ নিউজিল্যান্ড ২৩২/৯

প্রকাশিত: ১৯:১৫, ১৯ ডিসেম্বর ২০১৫

হ্যামিল্টন টেস্টে চিমারার চমক ॥ নিউজিল্যান্ড ২৩২/৯

অনলাইন ডেস্ক ॥ হ্যামিল্টন টেস্টে চিমারার চমকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে শ্রীলঙ্কা সুবিধাজনক অবস্থানে রয়েছে। দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ড ৯ উইকেট হারিয়ে করেছে ২৩২ রান। এখনও তারা শ্রীলঙ্কার থেকে ৬০ রানে পিছিয়ে আছে হাতে আছে ১ উইকেট। নিউজিল্যান্ডের মাটিতে এই সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের ৬ উইকেটে ২৬৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। আজ শ্রীলঙ্কা ২৯২ রানে অলআউট হয়। গতকালের ৬৩ রান নিয়ে খেলতে নেমে শ্রীলঙ্কার অধিনায়ক ম্যাথুস আজ ১৪ রান যোগ করে ৭৭ রানে আউট হয়। আর আজ অন্য কোন ব্যাটসম্যান উল্লেখযোগ্য কোন রান করতে পারেনি। আজ শ্রীলঙ্কা ১৩.১ ওভার খেলে করে ২৮ রান করে। নিউজিল্যান্ডের বোলারদের পক্ষে সাউদি ৩ বোল্ট ২ ও ব্রেসওয়েল ২ উইকেট পায়। শ্রীলঙ্কার ২ ব্যাটসম্যান রান আউট হয়েছেন। নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা ১ম ইনিংসে স্বাচ্ছন্দের সঙ্গেই খেলছিলেন। দলের রান যখন বিনা উইকেট ৮১ তখন চিমারার একটি স্পেল তাদের ব্যাটিং বিপর্যয় ঘটায়। চিমারা পর পর তিন ওভারে তিনজন ব্যাটসম্যানকে আউট করলে তাদের রান এসে পৌঁছায় ৪ উইকেটে ৮৯ রান। এই ৪ উইকেটের মধ্যে ১ম, ২য় এবং ৪র্থ উইকেটি পেয়েছেন চামিরা আর ৩য় উইকেটি পেয়েছেন হ্যারাথ। এর পর নিউজিল্যান্ডের ব্যাটসম্যনরা আর তেমন কোন প্রতিরোধ গড়তে পারেনি। দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৯ উইকেটে ২৩২ রান। চিমারা ৫ হ্যারাথ ২ উইকেট পেয়েছেন। নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে অপেনার গাপটিল ৫০, সেন্টিনার ৩৪ রান করেছে। ব্রেসওয়েল ৩০ রানে অপরাজিত আছেন। দেখার বিষয় ৩য় দিনে শেষ উইকেট জুটিতে নিউজিল্যান কত রান যোগ করতে পারে আর শ্রীলঙ্কা প্রথম ইনিংসে কত রানের লিড নিয়ে ২য় দিনের খেলা শুরু করতে পারে।
×