ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পরিচয় নিয়ে আমেরিকায় সঙ্কটে মুসলিমরা

প্রকাশিত: ১৭:৩৭, ১৯ ডিসেম্বর ২০১৫

পরিচয় নিয়ে আমেরিকায় সঙ্কটে মুসলিমরা

অনলাইন ডেস্ক ॥ সপ্তাহ দুই আগে গাড়িতে দুই শিশু সন্তানের সামনে হিজাব ঢাকতে শুরু করেন মিরভেট্টে জুডে। ‌সন্তানদের তিনি বলেন, স্কার্ফের কারণে সহজেই মুসলিম বুঝতে পেরে কেউ তাদের মাকে কষ্ট দিয়ে কিছু করতে পারে। “এখন আমার শিশু সন্তানদের আমাকে এসব বলতে হচ্ছে,” বলেন সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় বসবাসরত ৩৯ বছর বয়সী জুডে। গত ২ ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনো শহরের একটি প্রতিবন্ধী সেবা কেন্দ্রে এক তরুণ মুসলিম দম্পতি গুলি চালিয়ে ১৪ জনকে হত্যার পর যুক্তরাষ্ট্রে মুসলিমবিরোধী মনোভাব বেড়ে যাওয়ায় নিরাপত্তাহীনতায় ভোগার কথা জানিয়েছে অনেক পরিবার। আমেরিকান ও মুসলিম পরিচয় নিয়ে সঙ্কটে পড়ার কথা জানিয়েছেন তারা। জুডে জানান, তিনি সন্তানদের বলেছেন মুসলিম হওয়ায় তাদের কর্মকাণ্ডের ওপর বাড়তি নজর রাখা হতে পারে। সূত্র: রয়টার্স
×