ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৬.২ মাত্রার ভূমিকম্প ভানুয়াতুতে

প্রকাশিত: ১৭:৩৪, ১৯ ডিসেম্বর ২০১৫

৬.২ মাত্রার ভূমিকম্প ভানুয়াতুতে

অনলাইন ডেস্ক ॥ দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ৬ দশমিক ২। আজ শনিবার (১৯ ডিসেম্বর) স্থানীয় সময় ২টা ১০ মিনিটে (বাংলাদেশ সময়-সকাল ৮টা ১০মিনিট) রাজধানী পোর্ট ভিলার ১৩৫ কিলোমিটার (৮৪ মাইল) দক্ষিণ-পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। এই বিষয়ে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে। ভূমিকম্পটি আঘাত হানার পর কোনো ধরনের সুনামি সতর্কতা জারি করেনি কর্তৃপক্ষ। তাছাড়া, তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
×