ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাস্তুচ্যুত মানুষের সংখ্যা রেকর্ড ছাড়াচ্ছে ॥ জাতিসংঘ

প্রকাশিত: ০৮:১৭, ১৯ ডিসেম্বর ২০১৫

বাস্তুচ্যুত মানুষের সংখ্যা রেকর্ড ছাড়াচ্ছে ॥ জাতিসংঘ

বিডিনিউজ ॥ সংঘাতসহ নানা কারণে সাতশ কোটি মানুষের এই পৃথিবীতে এ বছর বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ছয় কোটি ছাড়িয়ে যাবে বলে মনে করছে জাতিসংঘ; এর মধ্যে বাংলাদেশীর সংখ্যা দাঁড়াবে প্রায় ৩৩ হাজার। আন্তর্জাতিক অভিবাসন দিবসে শুক্রবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা-ইউএনএইচসিআর-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, ‘বিশ্বে প্রতি ১২২ জন মানুষের একজন আজ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে।’ বাস্তুচ্যুত এসব মানুষের মধ্যে দুই কোটি ২০ লাখ শরণার্থী রয়েছেন, যে সংখ্যা ১৯৯২ সালের পর সবচেয়ে বেশি। মূলত সিরীয় যুদ্ধ, ইউক্রেন সঙ্কট এবং বিশ্বের অন্যান্য জায়গায় দীর্ঘদিন ধরে চলা সংঘাতের কারণে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা এভাবে বেড়েছে বলে ইউএনএইচসিআর জানিয়েছে। ২০১৫ সালের প্রথমার্ধের তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়। ইউএনএইচসিআর-এর হিসাবে, বাংলাদেশে এ বছর উদ্বাস্তু হবে ৩২ হাজার ৯৭৫ জন আর উদ্বাস্তু হওয়ার মতো অবস্থায় পৌঁছবে দুই লাখ মানুষ।
×