ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় উৎসবে

ঢাকা মৌলিকের ‘এই পিরিতি সেই পিরিতি নয়’ মঞ্চস্থ

প্রকাশিত: ০৬:৪০, ১৯ ডিসেম্বর ২০১৫

ঢাকা মৌলিকের ‘এই পিরিতি সেই পিরিতি নয়’ মঞ্চস্থ

স্টাফ রিপোর্টার ॥ মহান বিজয় দিবস উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে ঢাকা শহরের ১৪টি স্থানে ‘যুদ্ধাপরাধীদের বিচারের পথে জঙ্গীবাদকে দাঁড়াও রুখে’সেøাগানে মাসব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন চলছে। এরই ধারাবাহিকতায় রাজধানীর উত্তরার রবীন্দ্র স্মরণ মঞ্চে আয়োজন করা হয় দুই দিনের বিজয় উৎসব। উৎসবের প্রথম দিন বৃহস্পতিবার রাতে মঞ্চস্থ হয় ঢাকা মৌলিক নাট্যদলের দ্বিতীয় পথনাটক প্রযোজনা ‘এই পিরিতি সেই পিরিতি নয়’। এদিন নাটকটির দ্বিতীয় মঞ্চায়ন হয়। বিষয়বস্তু এবং অভিনয়শৈলীর কারণে নাটকটি স্থানীয় দর্শক এবং আয়োজকদের কাছে বিশেষ প্রশংসিত হয়। সাইফুল ইসলাম রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন সাজু আহমেদ। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নিলয় রহমান, তুষার খান, অহি চৌধুরী, আবদুল হাকিম হিমেল ও রানা মল্লিক। নাটকের কোরিওগ্রাফি করেছেন নিলয় রহমান, পোশাক পরিকল্পনায় অনামিকা তালুকদার। আবহ সঙ্গীত হাসান সিদ্দিকী। নাটকের প্রযোজনা অধিকর্তা অলিউল্লাহ অলি। এছাড়া বৃহস্পতিবারের আয়োজনে আলোচনায় অংশ নেন বিজয় উৎসবের আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব ড. সোলায়মান কবির, সদস্য কামাল বায়েজিদ সোহেল আহমেদ, আরিফ রহমান, মনিরুল ইসলাম রাজীব প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় অনুপ্রাস, দৌড় শিশু নাট্যদল, মন্দিরা, মাধবী, সুররং, উত্তরা গিটার ইনস্টিটিউট, প্রাঙ্গণ, সাম্পান চমক খেলাঘর, অঙ্কন সঙ্গীত একাডেমি, কাব্য বিলাস। নাটক মঞ্চস্থ করে মন বিলাস, কাব্য বিলাস, নাট্যরণ, ইউনিভার্সেল থিয়েটার এবং ঢাকা মৌলিক নাট্যদল। আবৃত্তি করে সোহেল আনোয়ার, শান্তা শ্রাবণী, ডালিয়া আহমেদ, মজুমদার বিপ্লব, নিম্মি, আজিজ টিপু, রাজু আহমেদ, মাহফুজ মাসুম, সিরাজুম শ্রাবণী, চন্দ্রা চৌধুরী। সঙ্গীত পরিবেশন করেন আরিফ রহমান, তজিরুল ইসলাম, সুফিয়া ফেরদৌসী, কামাল হোসেন, সালেহা বেগম লিনু, তাহেরা বেগম ঝুনু, আদিয়া আক্তার। শুক্রবার আলোচনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক হাসান আরিফসহ অন্যরা। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, শ্রুতিঘর, উৎস, সাম্পান, চতুরঙ্গ, কুসুম কলি, উদীচী টঙ্গী, পাঞ্জেরী, অঞ্জলী। একক সঙ্গীত পরিবেশন করেন ফাহমিদা খাতুন, আরিফ রহমান, বনানী সেন বন্যা, আনান বাউল, মিতু রানী, সৈয়দ ইসমাইল, তামান্না চৌধুরী, মাহবুবা মিনা, চোমেল মাহবুব। আবৃত্তি করেন হাসান আরিফ, মাসকুর এ সাত্তার কল্লোল, মাসুদ সেজান, ড. সোলায়মান কবীর, শফিউল গনি, অগ্নি, আব্দুল্লাহ আল মামুন। নাটক মঞ্চায়ন করে মৌত্রী থিয়েটার, থিয়েটার অঙ্গন এবং নাট্যভূমি।
×