ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভারতে বুলেট ট্রেন চালাতে যাচ্ছে জাপান

প্রকাশিত: ০৬:৩৮, ১৯ ডিসেম্বর ২০১৫

ভারতে বুলেট ট্রেন চালাতে  যাচ্ছে জাপান

ভারতে প্রথম বুলেট ট্রেন চলতে যাচ্ছে মুম্বাই ও আহমেদাবাদে, যা ভবিষ্যতে দিল্লী­ পর্যন্ত যাত্রা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের আওতায় এই ট্রেন তৈরিতে কে এগিয়ে আসবে তা নিয়ে এতদিন ঠাণ্ডা লড়াই চলছিল চীন ও জাপানের মধ্যে। অবশেষে জাপানই ভারতকে এই ট্রেন তৈরিতে প্রযুক্তিগত সহায়তা দিতে যাচ্ছে বলে ভারতীয় দৈনিক সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে। ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রতি ৯৮ হাজার কোটি টাকার এই প্রকল্পের এই অনুমোদন দেয়। জাপানী প্রধানমন্ত্রী শিনজো আবে আগামী সপ্তাহে ভারত সফরে এলে এর আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। প্রতিযোগিতায় চীন পিছিয়ে পড়ার কারণ হিসেবে ধরা হচ্ছে তাদের নিম্নমানের যন্ত্রপাতি সস্তায় সরবরাহ করার প্রবণতা। অন্যদিকে জাপানের বুলেট ট্রেন চালানোর জন্য ব্যবহৃত ‘শিনকানসেন প্রযুক্তি’ সব থেকে নিরাপদ ও সময়োপযোগী বলে দাবি করেছেন নীতি প্রয়োগের ভাইস চেয়ারম্যান অরবিন্দ পানাগারিয়ার নেতৃত্বাধীন একটি হাই পাওয়ার কমিটি। আগামী বছরেই হাইস্পিড ট্রেনের যন্ত্রাংশ নির্মাণের কাজ শুরু হবে। তবে ভারত এখনও অন্যান্য দেশের জন্য এই প্রকল্পে শামিল হওয়ার রাস্তা খোলা রেখেছে। সূত্র : আনন্দবাজার
×