ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সুবিধাবঞ্চিত শিশু

প্রকাশিত: ০৬:৩৩, ১৯ ডিসেম্বর ২০১৫

সুবিধাবঞ্চিত শিশু

শীত এলেই রাজধানীতে শুরু হয় গরম কাপড়ে নিজেদের উষ্ণ রাখার তোড়জোড়। এ সময় আমরা গরম কাপড়ের ফ্যাশনে ঢেকে রাখি নিজেদের। কিন্তু সুবিধাবঞ্চিত শিশুরা শীতে কী নিদারুণ কষ্টটাই না পায়। ওদের গায়ে জড়ানোর মতো একটি ভাল জামা থাকে না। পরনে প্যান্ট থাকে না। সারাটা শীত ওরা পার করে জুতা বা সেন্ডেল ছাড়া খালি পায়ে। অযতœ আর অনাদরে প্রতিদিন বেড়ে উঠছে এসব শিশু। এটাই এসব পথশিশুর যেন গা সওয়া হয়ে গেছে। রায়েরবাজার থেকে সোমবার ছবিটি তোলা। Ñজনকণ্ঠ
×