ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাতীয় সংসদে ৬০ সংরক্ষিত আসন প্রতিষ্ঠার দাবি হিন্দু মহাজোটের

প্রকাশিত: ০৬:৩৩, ১৯ ডিসেম্বর ২০১৫

জাতীয় সংসদে ৬০ সংরক্ষিত আসন প্রতিষ্ঠার দাবি হিন্দু মহাজোটের

স্টাফ রিপোর্টার ॥ সব ধরনের নির্বাচনকে কেন্দ্র করে হিন্দু নির্যাতন বন্ধ ও সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিতে জাতীয় সংসদে ৬০ সংরক্ষিত আসন প্রতিষ্ঠার দাবি তুলেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। সেই সঙ্গে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও সংখ্যালঘু সুরক্ষা আইন করারও দাবি করেছেন সংগঠনটির নেতারা। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা এসব দাবি জানান। জোটের সভাপতি ড. প্রভাষ চন্দ্র রায়, মহাসচিব আনন্দ কুমার বিশ্বাস ও মুখপাত্র পলাশ কান্তি দে এ সময় বক্তব্য রাখেন। সাংবাদিক সম্মেলন থেকে নেতারা বলেন, যদি সরকারের নিরাপত্তার অভাবে পৌর নির্বাচনে হিন্দুরা বলির পাঁঠা হয়, তবে হিন্দু সম্প্রদায় জাতীয় প্রেসক্লাবের সামনে এবং সারাদেশের জেলা সদরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করবে। লিখিত বক্তব্যে সম্প্রতি দিনাজপুরের কান্তজিউ মন্দির ও ইসকন মন্দির এবং ধামরাইয়ে কলেজছাত্রী মল্লিকা চক্রবর্তীর ওপর এ্যাসিড সন্ত্রাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয়, প্রতিটি নির্বাচনই হিন্দু সম্প্রদায়ের কাছে এক মূর্তমান আতঙ্ক হয়ে ফিরে আসে। আগামী পৌর নির্বাচন নিয়েও হিন্দু সম্প্রদায় এখন মহাতঙ্কে। সারাদেশে যে হারে হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ চলছে, তাতে হিন্দু সম্প্রদায় উদ্বিগ্ন না হয়ে পারে না।
×