ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্য খাতে বাংলাদেশ অনেক দেশের জন্য অনুকরণীয় ॥ স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ০৬:৩২, ১৯ ডিসেম্বর ২০১৫

স্বাস্থ্য খাতে বাংলাদেশ অনেক দেশের জন্য অনুকরণীয় ॥ স্বাস্থ্যমন্ত্রী

জাবি সংবাদদাতা ॥ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে জনসাধারণের কল্যাণে কাজ করা। বর্তমান সরকার এ লক্ষ্য অর্জনে সচেষ্ট। দেশ ও জনগণের সমৃদ্ধির জন্য বর্তমান সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। স্বাস্থ্য ও চিকিৎসা খাতে বাংলাদেশ পৃথিবীর অনেক দেশের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। দেশের প্রয়োজনীয় ওষুধের ৯৮ শতাংশ বাংলাদেশে উৎপাদনের পাশাপাশি ১৯০টির বেশি দেশে রফতানী হচ্ছে। মন্ত্রী আরও বলেন, গ্রামে চিকিৎসাসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে বর্তমান সরকার ১৪ হাজার হেলথ্ ক্লিনিক গড়ে তুলেছে। সেসব হাসপাতালে সরকারী ডাক্তার থাকার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ নিজস্ব অর্থায়নে বৃহৎ প্রকল্প গ্রহণ করে বিশ্বকে দেখাতে পারছে যে, বাংলাদেশ নিজে করতে পারে। বিদেশী ষড়যন্ত্র থাকলেও শেখ হাসিনার দৃঢ়তায় নিজ অর্থায়নে পদ্মা সেতুর কাজ এগিয়ে চলছে বলেও জানান তিনি। শুক্রবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ফার্মেসি বিভাগের রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসন্ন পৌর নির্বাচনের বিষয়ে মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। শিক্ষা, নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তিসহ সব ক্ষেত্রে সরকার ব্যাপক উন্নয়ন করেছে। তাই আসন্ন পৌর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরাই জয়ী হবেন। জাবি ভিসি অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য ডাঃ এনামুর রহমান এমপি, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. আবদুল জব্বার হাওলাদার, ঔষধশিল্প উদ্যোক্তা তপন চৌধুরী, মোহাম্মদ এবাদুল করিম, এম মোসাদ্দেক হোসাইন, উৎসবের আহ্বায়ক অধ্যাপক ড. সাকিনা সুলতানা, সদস্য-সচিব অধ্যাপক ড. সুকল্যাণ কুমার কু-ু প্রমুখ। পরে বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সম্মাননা প্রদান, ফানুস উড্ডয়ন, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ উৎসব শেষ হয়। এর আগে উৎসবের প্রথম দিনে চিত্র প্রদর্শনী, সেমিনার, স্মৃতিচারণ, এলামনাই গঠন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
×