ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রার্থীদের মুখে মুখে প্রতিশ্রুতি

প্রকাশিত: ০৬:১৬, ১৯ ডিসেম্বর ২০১৫

প্রার্থীদের মুখে মুখে প্রতিশ্রুতি

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৮ ডিসেম্বর ॥ ‘আমার মার্কায় ভোট দিন। জিতলে আপনাদের সেবায় নিয়োজিত থাকব। ভরে তুলব এলাকার উন্নয়নে। যা চাইবেন, তাই পাবেন। শুধু আমায় একটি ভোট দিন।’ এমন কথা এখন নওগাঁ পৌর নির্বাচনের প্রায় সকল প্রার্থীর মুখে মুখে। তবে ভোটাররাও কাউকে বিমুখ করছেন না। সকলকেই বলছে, আপনার মতো ভাল যোগ্য প্রার্থী আর কেউ নেই। চিন্তা করেন না। কিন্তু প্রতিটি ভোটার মেয়র, নারী কাউন্সিলর এবং সাধারণ কাউন্সিলরকে মাত্র ১টি করে ভোট দিতে পারবেন। কিন্তু প্রার্থীদের উন্নয়নের প্রতিশ্রুতির ঠিক এভাবেই পাল্টা প্রতিশ্রুতি দিতে ভোটাররা ভুল করছে না। এদিকে পৌর নির্বাচনের রিটার্নিং অফিস সূত্র জানিয়েছে, কোন প্রার্থী তাদের পোস্টার- লিফলেট শুধু দড়ি বা সুতোয় বেঁধে ঝুলিয়ে দিতে পারবে। কোন পোস্টার-লিফলেট কোন দেয়াল, গাছে বা বৈদ্যুতিক খুঁটিতে আঠা দিয়ে লাগাতে পারবে না। যদি কেউ তা লাগায়, তবে তা হবে আচরণবিধি লঙ্ঘনের শামিল। কিন্তু নওগাঁ পৌর এলাকার বেশকিছু পাড়া-মহল্লায় ২-১ জন প্রার্থীর পোস্টার গাছে বা বৈদ্যুতিক খুঁটিতে লাগাতে দেখা গেছে।
×