ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মরিনহোর উত্তরসূরি গাস হিডিঙ্ক

প্রকাশিত: ০৫:৩৪, ১৯ ডিসেম্বর ২০১৫

মরিনহোর উত্তরসূরি গাস হিডিঙ্ক

স্পোর্টস রিপোর্টার ॥ ফুটবলের কোচিংয়ে স্পেশাল বলে কিছু নেই। চেলসি থেকে বরখাস্ত হওয়ার পর মরিনহো যেন সেটাই প্রমাণ করে গেলেন। সাত মাস আগে লীগ শিরোপা পুনরুদ্ধার করে দিলেও ক্লাব কর্তৃপক্ষের হৃদয় জয় করতে পারেননি স্পেশাল ওয়ান খ্যাত জোশে মরিনহো। সব জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার চেলসি বরখাস্ত করল মরিনহোকে। তবে কে হচ্ছে মরিনহোর উত্তরসূরি? ভক্ত-অনুরাগীদের এটাই এখন দেখার অপেক্ষা। তবে ব্লুজদের কোচ হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে রয়েছেন গাস হিডিঙ্ক। এছাড়াও এই তালিকায় রয়েছেন বেয়ার্ন মিউনিখের স্প্যানিশ কোচ পেপ গার্ডিওলা, সাবেক রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি, এ্যাটলেটিকো মাদ্রিদের দিয়েগো সিমোনে এবং জন টেরির মতো নাম। তবে ৬৯ বছর বয়সী হল্যান্ডের গাস হিডিঙ্কই অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন বলে ধারণা বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। কিন্তু মজার বিষয় হলো চেলসি নিশ্চিত না করলেও অস্ট্রেলিয়া ফুটবল এ্যাসোসিয়েশন ইতেমধ্যেই চেলসির কোচ হিসেবে হিডিঙ্ককে নিশ্চিত করে দিয়েছে। শুক্রবার সকালে তারা তাদের টুইটার পেজে পোস্ট করে, ‘আমাদের সাবেক কোচ চেলসির দায়িত্ব নিচ্ছেন।’ গাস হিডিঙ্ক ২০০৫-০৬ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আর ২০০৯ সালে চেলসির অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতাও রয়েছে এই ডাচ কোচের। গুঞ্জন শুরু হয় পেপ গার্ডিওলাকে নিয়েও। কেননা চলতি মৌসুম শেষেই বেয়ার্ন মিউনিখ ছেড়ে দেবেন বলে ইতোমধ্যেই ক্লাব কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন তিনি। জার্মানির এ ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হবে আগমী বছরের জুনে। এরপর চুক্তি নবায়ন করবেন না বলে খবর দিয়েছে স্প্যানিশ দৈনিক ‘মার্কা’। তারা আরও বলেছে, গার্ডিওলা নাকি খুব দ্রুতই নিজের ভবিষ্যতের কথা জানাবেন। আর এই খবরে নড়েচড়ে বসেছে ইংলিশ প্রিমিয়ার লীগের বড় বড় ক্লাবগুলো। বিশেষ করে চেলসি। কেননা মরিনহোকে যে ইতোমধ্যেই বরখাস্ত করে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। সিটি ছাড়াও গার্ডিওলাকে পেতে আগ্রহী ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাব। ম্যানইউকে প্রত্যাশিত সাফল্য না এনে দেয়ায় লুইস ভ্যান গালের ভাগ্য নিয়েও শঙ্কা। কোচ বদলানোটাকে নেশায় পরিণত করা চেলসির মালিক রোমান আব্রামোভিচ পেপ গার্ডিওলাকেও নিতে আগ্রহী প্রকাশ করবেন। তবে গার্ডিওলার বিষয়ে সবার চেয়ে এক ধাপ এগিয়ে ম্যানচেস্টার সিটি। কারণ অর্থের অভাব নেই তাদের। ম্যানুয়েল পেলেগ্রিনি ক্লাবটিকে সাফল্য এনে দিলেও গার্ডিওলাকে নেয়ার ভিন্ন উদ্দেশ ম্যানসিটির। দীর্ঘদিন থেকে তারা বার্সিলোনার স্ট্রাইকার লিওনেল মেসিকে দলে ভেড়ানোর কথা চিন্তা করছে। কিন্তু ম্যানুয়েল পেলেগ্রিনি সেটা পারেননি। তবে গার্ডিওলা তাদের স্বপ্ন পূরণ করতে পারবেন বলে আশা ম্যানসিটির। পোর্তো, ইন্টার মিলান কিংবা রিয়াল মাদ্রিদ যেখানেই গেছেন মরিনহো ক্লাবকে সাফল্য উপহার দিয়েছেন। দ্বিতীয় অধ্যায়ে চেলসির কোচ হিসেবেও লীগ শিরোপা জিতিয়েছেন তিনি।
×