ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৫:৩২, ১৯ ডিসেম্বর ২০১৫

টুকরো খবর

গ্রামে আধুনিক চিকিৎসালয় স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ তথ্য মন্ত্রণালয় সম্পর্কীয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুকুমার রঞ্জন ঘোষ এমপি বলেছেন, অজপাড়া গাঁয়েও এখন উচ্চতর ডিগ্রী সম্পন্ন চিকিৎসক চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। স্বাস্থ্য সেবায় বৈপ্লবিক উন্নতিসহ শিক্ষা, কৃষি, প্রযুক্তি সব ক্ষেত্রেই উন্নয়ন সাধিত হয়েয়েছে। তিনি শুক্রবার শ্রীনগর উপজেলার ভাগ্যকূল ইউনিয়নের কামারগাঁওয়ে আধুনিক চিকিৎস্যা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধনের পর এ কথা বলেন। “ডাঃ কাজী আবদুর রাজ্জাক ক্লিনিক”র উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এর প্রতিষ্ঠাতা কাজী জাকির হোসেন। ছয় প্রতিমা ভাংচুর নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৮ ডিসেম্বর ॥ নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের তালমা বাজারের শত বছরের পুরনো সেমিপাকা সার্বজনীন কালী মন্দিরের ৬টি প্রতিমা ভেঙে ফেলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে। জানা যায়, মন্দিরের সেবায়েত অমল কুমার সাহা শুক্রবার ভোরে ঝাড়ু দিতে এসে মন্দিরের প্রতিমাগুলো ভাঙ্গা অবস্থায় দেখতে পান। পরে তিনি সবাইকে খবর দেন। বীরশ্রেষ্ঠর নামে স্কুল নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১৮ ডিসেম্বর ॥ নারায়ণগঞ্জের দেওভোগ মাদ্রাসা এলাকায় বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের নামে একটি স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। স্থানীয় মুক্তিযোদ্ধা মরহুম মোহাম্মদ আব্দুর রউফের সন্তান মোহাম্মদ ওয়াহিদুজ্জামান সোহেল এ স্কুল প্রতিষ্ঠা করেছেন। কোন বীরশ্রেষ্ঠর নামে নারায়ণগঞ্জে এটিই প্রথম স্কুল। শুক্রবার সকালে স্কুলটি উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক আওয়ামী লীগ নেতা আব্দুল হাই। পুনর্মিলনী স্টাফ রিপোর্টার, ঈশ^রদী ॥ তিন দিনব্যাপী ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয়ে ৩৫ বছর পূর্তি উদ্যাপন ও পুনর্মিলনীর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেনÑ ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি। বিশেষ অতিথি বক্তব্য দেন বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মু খলিলুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেনÑ প্রাক্তন প্রধান শিক্ষক সাজাহান আলী। মাদকসহ গ্রেফতার ৩ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীতে পৃথক অভিযান চালিয়ে দুই ইয়াবা ও এক চোলাই মদ বিক্রেতাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তিনজনের কাছ থেকে ২৮৫টি ইয়াবা এবং ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। গ্রেফতার তিনজন হলেনÑ সিরাজুল ইসলাম প্রকাশ সুরাজ (৩০), আবু জাহেদ (৩০) এবং নুরুল ইসলাম বাদশা (২৬)। তাদের আদালতে চালান দেয়া হয়েছে। তুলার গোডাউনে আগুন নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১৮ ডিসেম্বর ॥ রূপগঞ্জে সুমাইয়া টেক্সটাইলের একটি তুলার গোডাউনে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার আমলাব এলাকার মোশারফ মিয়ার মালিকানাধীন তুলার গোডাউনে এ অগ্নিকা-ের ঘটনায় পাঁচ লাখ টাকার তুলা পুড়ে ছাই হয়ে যায়। লাশ হস্তান্তর স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী গরু ব্যবসায়ীর লাশ বৃহস্পতিবার রাত ৯টায় হস্তান্তর করা হয়। বিজিবির ২৯ ব্যাটালিয়নের মোহনপুর বিওপির কমান্ডার সুবেদার গিয়াসউদ্দিন বৃহস্পতিবার রাত ৯টায় দিনাজপুর সদর উপজেলার বনতারা সীমান্তের নো-ম্যান্সল্যান্ডে বিএসএফের গুলিতে নিহত গরু ব্যবসায়ী সাদেকুল ইসলামের লাশ গ্রহণ করেন। বিএসএফের রসুলপুর বিওপির কমান্ডার জগৎশিং লাশ হস্তান্তর করেন। এ সময় উভয় দেশের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মুন্সীগঞ্জে চার প্রতিষ্ঠানের জরিমানা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে চটের ব্যাগ ব্যবহার না করায় চাল উৎপাদনকারী চার প্রতিষ্ঠানকে শুক্রবার ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ নুশরাত জাহান জানান, মিরকাদিম পৌরসভার বিনোদপুরের বোগদাত অটো রাইস এজেন্সিকে তিন হাজার, শরিয়ত অটো রাইস এজেন্সিকে ২০ হাজার, মায়ের দোয়া অটো রাইস মিলকে তিন হাজার ও মাতৃ অটো রাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় প্রসিকিউশন অফিসার হিসেবে পাট উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ ওসমান আলী শেখ উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৮ ডিসেম্বর ॥ শুক্রবার সকালে মহান বিজয় দিবস উপলক্ষে সাপাহার উপজেলার আইহাই ইউনিয়ন চাকরিজীবী কল্যাণ পরিষদের আয়োজনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাধন চন্দ্র মজুমদার এমপি। প্রাইম ব্যাংকের সিনিয়র এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ এমদাদ হোসেন বিপ্লবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শামসুল আলম শাহ চৌধুরী। স্কুল ভবনের ভিত্তি স্থাপন স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ কচুয়ায় শতবছরে গোয়ালমাঠ রশিকলাল মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের ভিত্তি শুক্রবার উদ্বোধন করেছেন, এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সুবোদ চন্দ্র সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেনÑ মুক্তিযোদ্ধা কমান্ডার হাজরা দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান তসলিমা বেগম, শিকদার হাদিউজ্জামান হাদিজ, ওসি শেখ শমসের আলী প্রমুখ।
×