ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাকিস্তান অবস্থান না বদলালে সম্পর্ক ছিন্ন ॥ মোজাম্মেল

প্রকাশিত: ০৫:২৮, ১৯ ডিসেম্বর ২০১৫

পাকিস্তান অবস্থান না বদলালে  সম্পর্ক ছিন্ন ॥ মোজাম্মেল

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ১৮ ডিসেম্বর ॥ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আলহাজ আ ক ম মোজাম্মেল হক বলেছেন, যুদ্ধাপরাধের অভিযোগে সাকা চৌধুরী ও মুজাহিদের মৃত্যুদ- কার্যকর হলে পাকিস্তানের সংসদে নিন্দা প্রস্তাব গ্রহণ করে যে ধৃষ্টতা দেখানো হয়েছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যুদ্ধাপরাধের বিষয়ে পাকিস্তান তাদের অবস্থান পরিবর্তন না করলে আগামী সংসদ অধিবেশনে পাকিস্তানের সঙ্গে সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে। তিনি আরও বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন জিয়াউর রহমানের ভূমিকা রহস্যজনক ছিল। তিনি (জিয়াউর রহমান) প্রধান সেনাপতিকে বলেছিলেন, তিনি কোন নেতার পক্ষে যুদ্ধে যাবেন না। এ কথা বলায় মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এমএজি ওসমানী জিয়াউর রহমানকে বহিষ্কার করেছিলেন, যা জনগণ জানে না। শুক্রবার সন্ধ্যায় নড়াইলের লোহাগড়ায় মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের আয়োজনে উপজেলা কমান্ডার ফকির মফিজুল হকের সভাপতিত্বে লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেনÑ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ডের ভাইস চেয়ারম্যান ইসমত কাদীর গামা, মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় নেতা এসএম মুজিবুর রহমান, নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমীর লিটু প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএ হান্নান রুনু।
×