ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্রেন টিউমারে আক্রান্ত তাহমিনকে বাঁচাতে এগিয়ে আসুন

মানুষ মানুষের জন্য

প্রকাশিত: ০৫:২৪, ১৯ ডিসেম্বর ২০১৫

মানুষ মানুষের জন্য

স্টাফ রিপোর্টার ॥ অসহায় তাহমিনা সুলতানার(৪৫) চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তিনি ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দেশে-বিদেশে চিকিৎসা করাতে গিয়ে ইতোমধ্যে খরচ হয়েছে প্রায় ২০ লাখ টাকা। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছে তার পরিবার। পাবনা জেলার আটঘড়িয়া থানায় তার বাড়ি। বর্তমানে প্রতি মাসে দু’বার থেরাপি দিতে হয়। প্রতিটি থেরাপির পেছনে খরচ হয় সাড়ে ৮ হাজার টাকা। আর প্রতি মাসে সাড়ে ১২ হাজার টাকা দামের দুটি ইনজেকশন দিতে হয়। বর্তমানে টাকার অভাবে উন্নত চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। এমতাবস্থায়, তাহমিনার চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছে তার অসহায় পরিবার। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে-০১৭৫৫০২৮৪৭৫। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে- তাহমিনা সুলতানা, সোনালী ব্যাংক, একদন্ত শাখা, পাবনা, হিসাব নং -১০০২১০৪২৬। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে। অথবা নগদ দিতে সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×