ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্লাটারকে অবশ্যই শান্তিতে নোবেল দেয়া উচিত: পুতিন

প্রকাশিত: ০৩:০৫, ১৮ ডিসেম্বর ২০১৫

ব্লাটারকে অবশ্যই শান্তিতে নোবেল দেয়া উচিত: পুতিন

স্পোর্টস রিপোর্টার ॥ যখনই ফিফার সাবেক প্রেসিডেন্ট সেপ ব্লাটার কোন সমস্যায় পড়েছেন, সবার আগে এগিয়ে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবারও তার ব্যতিক্রম হল না। পুতিনতো এবার বলে দিলেন, ‘ব্লাটারকে অবশ্যই নোবেল শান্তি পুরস্কার দেয়া উচিত!’ গত মে-জুনে ফিফায় দুর্নীতিবিরোধী অভিযান যখন শুরু হলো তখন, ফিফার বহিস্কৃত প্রেসিডেন্ট ব্লাটারের পাশে দাঁড়িয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। এবারও যখন দুর্নীতির দায়ে ব্লাটার ফিফার এথিক্স কমিটি কর্তৃক ৯০ দিনের জন্য বহিস্কার হলেন এবং দুর্নীতি প্রমান হওয়া সাপেক্ষে আরও দীর্ঘমেয়াদী বহিস্কারাদেশ পেলেন, তখনও ব্লাটারের পাশে দাঁড়ালেন বিশ্বের প্রবল পরাক্রমশালী রাশিয়ার প্রেসিডেন্ট। এবারও পুতিন সুপারিশ করলেন, সেপ ব্লাটারকেই নোবেল শান্তি পুরস্কার দেয়া উচিত। পুতিনের ভাষায়, ‘বিশ্বজুড়ে মানবকল্যাণের কাজে ব্লাটার সব সময়ই অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাকে অবশ্যই নোবেল শান্তি পুরস্কার দেয়া উচিত।’
×