ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ওয়ালটন ঢাকা বিভাগীয় মহিলা ক্রীড়া উৎসব শুরু

প্রকাশিত: ০৩:০২, ১৮ ডিসেম্বর ২০১৫

ওয়ালটন ঢাকা বিভাগীয় মহিলা ক্রীড়া উৎসব শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ ‘ওয়ালটন ঢাকা বিভাগীয় মহিলা ক্রীড়া উৎসব’ শুক্রবার ধানম-ির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন জিল্লার রহমান (সভাপতি, ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা ও ঢাকা বিভাগীয় কমিশনার)। বিশেষ অতিথি ছিলেন ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম. ইকবাল বিন আনোয়ার (ডন)। ঢাকা বিভাগীয় মহিলা ক্রীড়া উৎসবে ঢাকার চারটি জোনের (ময়মনসিংহ, জামালপুর, ফরিদপুর ও ঢাকা) প্রায় দুই শতাধিক প্রতিযোগী এতে অংশ নিয়েছে। উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হয় ভলিবল ও এ্যাথলেটিক্স ডিসিপ্লিনের প্রতিযোগিতা। এ্যাথলেটিক্সে বিজয়ী হন ২০০ মিটার দৌড়ে লিলি আক্তার (রাজবাড়ী) ৪০০ মিটারে আয়শা আক্তার (ময়মনসিংহ), গোলক নিক্ষেপে ইসমত জাহান টুকু (ঢাকা), চাকতি নিক্ষেপে ফাতেমা (কিশোরগঞ্জ), বর্শা নিক্ষেপে ফাতেমা আক্তার (ময়মনসিংহ), লং জাম্পে সালমা আক্তার (নেত্রকেনা), উচ্চ লম্ফে মাহবুবা জাহান (নেত্রকেনা)
×