ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

২ মিলিয়ন অ্যান্ড্রয়েড ডেভেলপার প্রশিক্ষণ দেবে গুগল

প্রকাশিত: ০৩:০২, ১৮ ডিসেম্বর ২০১৫

২ মিলিয়ন অ্যান্ড্রয়েড ডেভেলপার প্রশিক্ষণ দেবে গুগল

অনলাইন ডেস্ক ॥ মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের জন্য ২ মিলিয়ন নতুন সফটওয়্যার ডেভেলপার তৈরিতে প্রশিক্ষণ দেবে সার্চ জায়ান্ট গুগল। প্রথমবারের মতো ভারত সফরে এসে এ কথা জানিয়েছে শীর্ষ সার্চ জায়ান্ট প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সুন্দর পিচাই। ভারতের রাজধানী দিল্লীর শ্রী রাম কমার্স কলেজে আয়োজিত গুগল ফর ইন্ডিয়া অনুষ্ঠানে সুন্দর পিচাই জানিয়েছেন দেশটির ৩০টি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ২০ লাখ অ্যান্ড্রয়েড ডেভেলপার তৈরি করা হবে। ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথভাবে আগামী তিন বছরের মধ্যে ডেভেলপার প্রশিক্ষণ দেওয়া হবে। সুন্দর পিচাই বলেছেন আগামী বছরের মধ্যে ভারত অ্যান্ড্রয়েড ব্যবহারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে। তাই যত বেশি অ্যান্ড্রয়েড ডেভলপার তৈরি হবে ততই নতুন নতুন সমস্য সমাধান হবে। এছাড়া ভারতে গুগলের বিভিন্ন সেবার বিষয়েও কথা বলেন গুগল সিইও। এর মধ্যে গুগল ম্যাপে দেশটির ম্যাপ উন্নত করা, বেলুনের মাধ্যমে দেশটির প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা ও রেল স্টেশনে ওয়াই ফাই সেবার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভারতীয় বংশোদ্ভূত সুন্দর পিচাই বলেন ভারতীয়দের জীবনমান উন্নয়নের জন্য ইন্টারনেট ব্যবহার সহজ করতে কাজ করছে গুগল।
×