ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভোলার বোরহানউদ্দিনে মেয়র প্রার্থীর বাসায় হামলা ভাংচুর

প্রকাশিত: ২৩:৫১, ১৮ ডিসেম্বর ২০১৫

ভোলার বোরহানউদ্দিনে মেয়র প্রার্থীর বাসায় হামলা ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ ভোলার বোরহানউদ্দিন পৌর নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মনিরুজ্জামান কবিরের বাাসায় হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে। এ সময় তার স্ত্রী সহ ২ জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে বোরহানউদ্দিন পৌরসভার ২নং ওয়ার্ডের তার বাসায় এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনার জন্য বিএনপির প্রার্থী মনিরুজ্জামান শুক্রবার দুপুরে নিজ বাসায় প্রেস ব্রিফিং এ প্রতিপক্ষ সরকার দলের প্রার্থীর কর্মীদের দায়ী করলেও আওয়ামী লীগের মেয়র প্রার্থী মোঃ রফিকুল ইসলাম এ ঘটনার সাথে জড়িত নয় বলে জানান। বিএনপির মেয়র প্রার্থী মোঃ মনিরুজ্জামান লিখিত অভিযোগে উল্লেখ করে বলেন, এলাকার ফরিদ উদ্দিন , নুরু, ও ফরিদ হোসেনের নেতৃত্বে এ হামলা হয় বলে তিনি অভিযোগ করেন। হামলায় আহত হন কবিরের স্ত্রী মাদ্রাসা শিক্ষক আয়শা সিদ্দিকা, মেয়ে কলেজ ছাত্রী নুসরাত জাহান ইলমি ও তিনি নিজে। অপরদিকে আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী বর্তমান মেয়র রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, বিএনপি দলীয় প্রার্থী আর তার বাসার দূরত্ব দেড়শ ফুট। তার বাসায় সন্ত্রসীরা হামলা করেছে যে সময় বলা হয় ওই সময়ও বাজার এলাকায় বহু লোক চলাচল করে। অথচ এমন ঘটনা কেউ শুনতে পান নি। এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার এসআই রফিক জানান, রাতে খবর পেয়ে তিনি ফোর্স নিয়ে রাত পৌনে ১২টায় কবিরের বাড়ি গিয়ে ৩টি জানালার কাঁচ ভাঙা দেখতে পান। এ ব্যাপারে এখনও লিখিত অভিযোগ থানায় দায়ের হয় নি।
×